ব্যাঙ্গালুরুঃ অন্ধ্রপ্রদেশের এক কৃষক ডাব্বি লঙ্কার (এক বিশেষ প্রজাতির লঙ্কা) এখনো পর্যন্ত সর্বাধিক দাম পেয়েছে। কৃষকরা নিজেদের ফসল বিক্রি করার জন্য কর্ণাটকের বৈদগীর এশিয়ার সবথেকে বড় লঙ্কা বাজারে যায়। ইংরেজি সংবাদ মাধ্যমের একটি রিপোর্ট অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের এক কৃষক সেই বাজারে ৩৬ হাজার ৯৯৯ টাকা প্রতি কুইন্টাল হিসেবে লঙ্কা বিক্রি করে। এটাই এখনো পর্যন্ত লঙ্কার সবথেকে বেশি দাম বলে জানা গিয়েছে।
কৃষক গুলেপ্পা বলেন, ‘প্রথমবার নিজের ফসল বিক্রি করার জন্য এশিয়ার সবথেকে বড় লঙ্কা মার্কেটে গিয়েছিলাম। আমি কখনো ভাবিনি যে, আমি আমার ফসলের এত দাম পাব। গত বছর আমি আমার ফসল গুন্টুরে বিক্রি করেছিলাম, সেখানে আমি সঠিক দাম পেয়েছিয়াম না। আমি এই লঙ্কা চাষের জন্য প্রতি কুইন্টার ১০ হাজার ৫০০ টাকা খরচ করেছি।”
An Andhra Pradesh farmer got an all-time high price of Rs 36,999 per quintal in Asia’s biggest chilli market at #Byadagi on Thursday. pic.twitter.com/r34W0Vh72o
— TOI Vizag (@TOIVizagNews) December 18, 2020
https://platform.twitter.com/widgets.js
গত সপ্তাহে এরকমই প্রজাতির লঙ্কা এই মার্কেটে ৩৫ হাজার ৫৫৫ টাকায় বিক্রি হয়েছিল। ২০১৯ সালে এই প্রজাতির লঙ্কা ৩৩ হাজার ৩৩৩ টাকা প্রতি কুইন্টাল দাম ছিল। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ডাব্বি লঙ্কার ব্যবসা গত মাসেই কর্ণাটকের এই মার্কেটে শুরু হয়।
The post এশিয়ার সবথেকে বড় লঙ্কা বাজারে অন্ধ্রপ্রদেশের লঙ্কা চাষি পেলেন রেকর্ড দাম first appeared on India Rag .
from India Rag https://ift.tt/38jzFWI
Bengali News