দেশজুড়ে ক’ট্টরপন্থীদের উপদ্রবে লাভ জি’হাদ, অপহরণের ঘটনা লাগাতার বেড়েই চলেছে। এখন এক হিন্দু যুবতীকে আরবের দেশে পা’চারের চেষ্টার এক খবর সামনে আসছে। আসলে উড়িষ্যা ও বাংলার বর্ডার থেকে সাবির আলী নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ রয়েছে যে সে এক হিন্দু যুবতীকে অ’পহরন করেছিল।
যুবতী উড়িষ্যার গঞ্জাম জেলার বাসিন্দা অন্যদিকে অভিযুক্ত যুবক সবির আলী পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। অভিযোগ রয়েছে যে সাবির আলি এই হিন্দু যুবতীকে ভুলিয়ে ফুঁসলিয়ে দুবাই পাঠানোর চেষ্টায় ছিল। সাবির আলী ওই যুবতীকে মিথ্যা বলে এবং প্রলোভন দেখিয়ে জালে ফাঁ’সিয়েছিল।
#Flash #MASS_RETWEET#BajrangDal Odisha Team saves Hindu girl from getting abducted to Murshidabad, West Bengal,by a Lovejehadi
Great job Lambodar bhai & Debasis bhai for the big Operation.#LoveJihad Thread pic.twitter.com/A3zkmZtC0w
— Defence360 (@Defence_360) November 1, 2020
https://platform.twitter.com/widgets.js
অবশ্য জাজ রেলস্টেশনে বজরং দলের সদস্যদের চেষ্টায় এবং রেল পুলিশের সক্রিয়তায় সাবির আলীকে গ্রেফতার করা সম্ভব হয়। সাবির আলি গঞ্জাম জেলায় কাজ করে। লককডাউনের কারণে সে দুবাই থেকে ফিরে এসেছে। শুক্রবার দিন সাবির আলি যুবতীকে একটা গাড়িতে বসিয়ে নিজের সাথে ভুবনেশ্বর নিয়ে যাচ্ছিল।
যুবতীর পরিচয় লুকিয়ে রাখার জন্য তাকে বোরখা পরিয়ে দেওয়া হয়েছিল। সাবির আলি যুবতীকে বোরখার আড়ালে পুরি-হাওড়া ট্রেনে চাপিয়ে কলকাতা নিয়ে যেতে চেয়েছিল।
Sabbir is a professional in such activities and he does Fake Identity & human trafficking as a profession by luring Hindu girls & later sell them in Dubai.His original name got revealed when Bajrang dal karyakartas & Police asked his Identity & he reluctantly showed his passport. pic.twitter.com/fFhlFbR44T
— Defence360 (@Defence_360) November 1, 2020
https://platform.twitter.com/widgets.js
তবে এর মধ্যে যুবতীর পরিবার পুলিশের কাছে অভিযোগ জানায়। অন্যদিকে বজরং দল খবর পেয়ে সক্রিয় হয়ে যুবতীকে উদ্ধারের কাজে নেমে পড়ে। শেষমেষ দুজনকে জাজপুর রেল স্টেশনে ধরে ফেলা হয়। যুবতীকে এখন তার পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে সাবির আলীকে হেফাজতে নেওয়া হয়েছে। যুবতীর বাড়ির লোকজন বলেছেন যে সাবির তাদের মেয়েকে কলকাতা থেকে দুবাইতে নিয়ে গিয়ে পা’চারের ধান্দায় ছিল।
The post হিন্দু যুবতীকে বোরখা পরিয়ে দুবাই পাঠানোর চেষ্টায় ছিল সাবির আলি! বজরং দলের চেষ্টায় হল গ্রেফতার first appeared on India Rag .
from India Rag https://ift.tt/327tMtq
Bengali News