নির্বাচনের সময় অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ টিভি ডিবেটে এসে দাবি করতেন যে- মুসলিম সমাজ উন্নয়নের দিকে গুরুত্ব দেয় না বরং ধ’র্মের প্রতি গুরুত্ব দেয়। রাজনৈতিক বিশেষজ্ঞদের এমন মন্তব্যকে কেন্দ্র করে তথাকথিত সেকুলার বর্গ প্রায় ক্ষেপে উঠতো। তথাকথিত সেকুলার বর্গ রাজনৈতিক বিশেষজ্ঞদের সা’ম্প্রদায়িক তকমা পর্যন্ত দিয়ে দিতেন।
এখন বিহারের মুসলিম অধ্যুষিত অঞ্চলের ভোটাররা খোলাখুলি মন্তব্য রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবিকে সত্য প্রমান করেছেন। বিহারের কিষাণগঞ্জ এখন ৭০% মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলকায় পরিণত হয়েছে। এখানের মুসলিমরা খোলাখুলি তাদের ভোট প্রদানের পরিকল্পনা জানিয়ে দিয়েছেন।
কিষাণগঞ্জ এলাকায় এক সাংবাদিক গিয়ে সেখানের মুসলিম ভোটারদের সাথে কথা বলেন। সেই সময় তাদেরকে ভোট দানের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তারা বলেন- আমাদের উন্নয়ন দরকার নেই, উন্নয়ন নিয়ে কি ধুয়ে খাবো, আমাদের শুধু ইসলামের সাথে সম্পর্ক।
"Humare dharm par hamla hua to hum kya Vikas ko chaatenge?"
"Modi France ka support kyo kiya?"
70% Muxlïms gonna vote for AIMIM
Imagine if they become 50%We'll not be able to see Hindu Prime minister pic.twitter.com/5nG94aUoum
— The Intrepid (@Theintrepid_) November 1, 2020
https://platform.twitter.com/widgets.js
সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুসলিমরা বলেন, মোদী সরকারের ফ্রান্সকে সমর্থন কেন করছে। আমাদের ধর্মের উপর কেন আক্রমন করা হচ্ছে। যোগী আদিত্য নাথ বলছেন, লাভ জিহাদের জন্য আইন আনা হবে। এগুলো কি হচ্ছে? তারা আরো বলেন, আমরা AIMIM পার্টিকে ভোট দেব এবং তাদের বলা হবে তারা যেন এন্টি বিজেপি পার্টিকে সাপোর্ট করে।
The post মোদী ফ্রান্সকে সমর্থন কেন করল? যে বিজেপিকে হারাবে তাকে ভোট দেব: বললেন বিহারের মুসলিম ভোটার first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3esDVGk
Bengali News