-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

‘আল্লহু আকবর” ধ্বনি দিয়ে হামলা করতে গিয়ে পুলিশের গুলিতে ঝাঁঝরা ১৬ বছর বয়সী জঙ্গি

- October 31, 2020


মস্কোঃ বাদ গেল না রাশিয়া (Russia), ফ্রান্সের পর এবার পুতিনের দেশ রাশিয়ায় ধর্মীয় স্লোগান দিয়ে এক পুলিশকর্মীর উপর হামলা করল জঙ্গি। পুলিশকর্মীরর উপর হামলা করে পার পায়নি সেই কট্টরপন্থী শেষে নিরাপত্তারক্ষীর গুলিতে শেষ হয় তাঁর জীবন।

প্রাপ্ত খবর অনুযায়ী, রাশিয়ায় মুসলিমবহুল এলাকা তাতারস্থানে এই ঘটনা ঘটেছে। সেখানকার কুকমুর শহরের একটি পুলিশ স্টেশনে হামলা চালায় ১৬ বছর বয়সী মৌলবাদী। ‘আল্লাহু আকবর” ধ্বনি দিয়ে পুলিশ কর্মীর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে সে। তাঁর কাছে একটি বিস্ফোরকও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

নিরাপত্তারক্ষীরা ততপর হওয়াতে বড়সড় কিছু ঘটনার আগেই প্রাণ হারায় ১৬ বছর বয়সী ওই জঙ্গি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পুলিশকর্মীদের উপর হামলার সময় আলাহু আকবর ধ্বনি দিয়ে তাঁদের কাফের বলে চিৎকার করছিল ওই যুবক। এর সাথে করছিল গালিগালাজও।

তবে থানায় হামলা করার আগে একটি ক্যাফেতে হামলা করার পরিকল্পনা নিয়েছিল ওই যুবক। একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিল যে, ক্যাফে ইসলামে হারাম। সেখানে সমস্তরকম পাপ কাজ হয়। ক্যাফে শয়তানের আস্তানা ছাড়া আর কিছুই না। ওই যুবক বলেছিল যে, ইনশাল্লাহ বিস্ফোরণে ক্যাফে গুঁড়িয়ে দেব আমি।

The post ‘আল্লহু আকবর” ধ্বনি দিয়ে হামলা করতে গিয়ে পুলিশের গুলিতে ঝাঁঝরা ১৬ বছর বয়সী জঙ্গি first appeared on India Rag .



from India Rag https://ift.tt/2TEQ6pP
Bengali News
 

Start typing and press Enter to search