তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য প্রায় নিজের বিতর্কিত মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় চর্চায় থাকেন। অদ্ভুত মন্তব্যের জন্য কখনো কখনো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোল পর্যন্ত হন। বিজেপির নবান্ন চলো অভিযানের পর দেবাংশু ভট্টাচার্য এক সভায় এমন কিছু কথা বলেছেন যে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রথমত দেবাংশু ভট্টাচার্য রাজনৈতিক প্রতিহিংসাকে উস্কে দিয়ে বলেছেন, কলকাতা পুলিশ ৪/৬ মেরেছে ভালো লেগেছ? উনি এই মন্তব্য মূলত নবান্ন চলো অভিযানের উপর পুলিশের লাঠিচার্জকে কেন্দ্র করে বলেছেন।
ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের মুখপাত্র হয়ে কিভাবে এমন রাজনৈতিক প্রতিহিংসাকে উস্কানি দেওয়া মন্তব্য করতে পারেন, সেই নিয়ে প্রশ্ন উঠেছে। তবে শুধু এই নয়, দেবাংশু ভট্টাচার্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডাকাত বলেও আক্রমন করেছেন।
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য
বলেন, “একটা ইতিহাস আপনাদের মনে করায় আপনারা সবাই রামায়ণ দেখেছেন তো? সেই রামায়ণে যখন রাবন সীতাকে হরণ করতে এসেছিল, তখন সাধুর বেশে এসেছিল। লক্ষন গন্ডি কেটে দিয়েছিল লক্ষণ গন্ডি। কিন্তু রাবন সাধুর বেশে এসে বলেছিল- মা একটু ভিক্ষা দেবে? সীতা বলেছিল, আপনি আসুন আমি দিচ্ছি। রাবন বলেছিল, না না আপনি রেখার বাইরে আসুন আমি ভিক্ষা নেব। কিন্তু সীতা তো সাধুর পোশাক দেখে বিশ্বাস করেছিল। যেই গন্ডির বাইরে পা দিল, সঙ্গে সঙ্গে অপহরন হয়ে যেতে হলো।”
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আরো বলেন, “নরেন্দ্র মোদী বলেন না মে তো ফকির আদমি হু। এই নরেন্দ্র মোদী আরো বড়ো ডাকাত, সাধুর বেশে এসেছে। আপনি যদি বিশ্বাস করার কথা ভাবেন, ভোট দেওয়ার কথা ভাবেন, লক্ষণ রেখার বাইরে পা দেন আপনারাও একই অবস্থা হবে।”
The post নরেন্দ্র মোদী বড়ো ডাকাত, সাধু সেজে এসেছে: দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2Fqo6mp
Bengali News