-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বহু মুসলিম যুবক হিন্দু নামের ফেক একাউন্ট বানিয়ে মেয়েদের প্রেম জালে ফাঁসাচ্ছে: হিমন্ত বিশ্ব শর্মা, অসমের মন্ত্রী

- October 15, 2020

বলা হয় দেশ সেকুলার অর্থাৎ ধৰ্মনিরপেক্ষ। তবে বিভিন্ন রাজ্য সরকারের কাজে সেকুলারিজমের আড়ালে ঘোর সা’ম্প্রদায়িক কাজের ছবি ধরা পড়ে। ভোটের লোভে ক্ষমতায় থাকা লোকজন তোষণ শুরু করে যা কোনোভাবেই সেকুলারিজমের চরিত্র বহন করে না। তবে এবার বিজেপির অসম সরকার আসল ধৰ্মনিরপেক্ষ কাজের প্রমান দিচ্ছে।

অসম সরকার স্পষ্ট করে দিয়েছেন যে জনগণের টাকায় ভোটের লোভে কোনোরকম সেকুলার বিরোধী কাজ হবে না। আসল সেকুলার কাজের পরিচয় দিয়ে অসমের শিক্ষামন্ত্রী নভেম্বর মাস থেকে সরকারি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছেন। মাদ্রাসায় কোরআন পোড়ানোর জন্য সরকার বছরে জনগণের ট্যাক্সের ২০০-৩০০ কোটি টাকা খরচ করে। এবার থেকে ওই অর্থ সেকুলার ও মর্ডান শিক্ষার জন্য খরচ করা হবে।

ভন্ড সেকুলারিজমের আড়ালে ভারতে আসল সেকুলার চরিত্র কোথায় যেন হারিয়ে গেছে। যার জেরে দেশে ল্যান্ড জি’হাদ, লাভ জি’হাদের মতো ঘটনাও প্রবল হয়ে উঠেছে। বিশেষ করে লাভ জি’হাদের ঘটনা দেশে আগুনের গতিতে ছড়িয়ে পড়ছে। এই পরিপ্রেক্ষিতেও অসম সরকারের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বড়ো মন্তব্য করেছেন।

https://platform.twitter.com/widgets.js

হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ফেসবুকে অনেক মুসলিম যুবক নাম পরিবর্তন করে হিন্দু মেয়েদের প্রেমের জালে ফাঁসাচ্ছে। বিয়ে করার পর তারা তাদের আসল ধৰ্ম জানাচ্ছে। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ফেক আইডি বানিয়ে সেখানে মন্দিরের সাথে ছবি দেওয়া হচ্ছে এবং বিয়ের অবধি এগিয়ে যাওয়ার পর বা বিয়ের পর ছেলের ধৰ্ম জানা যাচ্ছে। উনি বলেন, এই ধরণের ঘটনার ক্ষেত্রেও তাদের সরকার একশন নেবে। হিমন্ত বিশ্ব শর্মা তার বক্তব্যে লাভ জি’হাদের মতো ঘটনার উপর পদক্ষেপ নেওয়ার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন।

The post বহু মুসলিম যুবক হিন্দু নামের ফেক একাউন্ট বানিয়ে মেয়েদের প্রেম জালে ফাঁসাচ্ছে: হিমন্ত বিশ্ব শর্মা, অসমের মন্ত্রী first appeared on India Rag .



from India Rag https://ift.tt/3nSQO0t
Bengali News
 

Start typing and press Enter to search