NCB এর টিম এখন লাগাতার খবরের শিরোনামে রয়েছে। ড্রাগসের কারোবার সংক্রান্ত একের পর এক ঘটনা সামনে আসছে যা বলিউড সম্পর্কে মানুষজনের ধারণা পাল্টে দিচ্ছে। বলিউডের বহু লোকজন সিনেমা তৈরির বাহানা দিয়ে ড্রাগস মাফিয়া, আন্ডারওয়ার্ল্ড ডনেদের সাথে যুক্ত রয়েছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে।
এখন অকালি দলের বিধায়ক মঞ্জিনদের সিং এর অভিযোগের পর NCB আরো সক্রিয় হয়ে উঠেছে। NCB এর হেডকোয়াটার থেকে মুম্বাই এনসিবিকে বলিউডের বড়ো বড়ো মুখের উপর তদন্ত করার আদেশ দিয়েছে। উক্ত বিধায়ক করণ জোহর, রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, ভিকি কৌশল সহ বেশকিছু অভিনেতা অভিনেত্রীর বিরুদ্ধে ‘D’ পার্টি করার অভিযোগ তুলেছেন।
অর্জুন কাপুর, বরুণ ধাওয়ান, শাহিদ কাপুর, দীপিকা পাড়ুকোন সহ বেশকিছুজনের বিরুদ্ধে NDPS এক্ট ১৯৮৫ এর পরিপ্রেক্ষিতে মামলা দায়ের করা হয়েছে বলেও খবর আসছে। সুশান্ত সিং এর ঘটনায় ড্রাগস এর প্রসঙ্গ চলে আসায় পুরো বিষয়টি এখন অন্যদিকে ঘুরে গেছে। ‘D’ কান্ড নিয়ে এত তোলপাড় হচ্ছে যে মনে করা হচ্ছে খুব শীঘ্রই বড়ো বড়ো মুখ জেলের ভেতর চলে যেতে পারে। বিশেষ করে এক ভিডিও নিয়ে আলোচনা অত্যন্ত তীব্র হয়ে উঠেছে।
याद कर लीजिये इस वीडियो में दिख रहे हर चेहरे को
कुछ ही दिनों में ये लोग नारकोटिक्स कंट्रोल ब्यूरो के दफ़्तर के बाहर लाइन में खड़े नज़र आएंगे!! अपनी ड्रग पार्टियों के कारण जेल जाने की तैयारी में!#UdtaBollywood pic.twitter.com/vAPH0zASOu— Manjinder Singh Sirsa (@mssirsa) September 14, 2020
https://platform.twitter.com/widgets.js
গত বছর করণ জোহর একটা পার্টি হোস্ট করেছিল। সেই ভিডিও ভাইরাল হয়েছিল। ভিডিওতে বড়ো বড়ো অভিনেতা অভিনেত্রীদের দেখা গেছে। ভিডিও দেখে মনে হচ্ছে যেন সকলে কিছু একটার নেশায় মত্ত রয়েছে। ভিডিওতে টেবিলের উপর কি রাখা রয়েছে, কিসের নেশায় অভিনেতা অভিনেত্রীরা মত্ত সেই নিয়ে প্রশ্ন উঠেছে।
The post NCB এর রাডারে করণ জোহর ও দীপিকা পাডুকোনের মতো বলিউড স্টাররা! জেলে ঢুকতে হতে পারে বলে চর্চা সোশ্যাল মিডিয়ায় first appeared on India Rag .
from India Rag https://ift.tt/32Ko69M
Bengali News