-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

হ্যান্ডপাম্পের প্রাঙ্গণ কবরের মতো ডিজাইন, জাতীয় পতাকার অপমান! শামসের ও বারিক আলীর উপর দায়ের FIR

- September 14, 2020

আলীগড়ে কোনো এক NGO বিনা অনুমতিতে উত্তরপ্রদেশের কয়েকটি গ্রামে অদ্ভুত কান্ড করেছে। যার চর্চা লাগাতার বেড়েই চলছে। কয়েকটি গ্রামে বিনা অনুমতিতে হ্যান্ডপাম্প স্থাপন করা হয়েছে। হ্যান্ডপাম্পের সাথে সেখানে শিলালিপি লাগানো হয়েছে যেখানে আরবি ভাষায় রেকর্ড বিবরণ করা হয়েছে। যেখানে ভারতের জাতীয় পতাকার সাথে সাথে কুয়েতের পতাকা লাগানো রয়েছে।

ভারতের জাতীয় পতাকায় ২৪ টি কাঁটার পরিবর্তে ৮ টি কাঁটা লাগানো হয়েছে। যার কারণে স্থানীয় লোকজন আক্রোশ প্ৰকাশ করেছে এবং দেশের অপমান করা হয়েছে বলে অভিযোগ তুলেছে। স্থানীয় বিজেপি বিধায়ক রবীন্দ্র পাল সিং ২ জন ব্যাক্তির উপর FIR দায়ের করেছেন। পুলিশ অপরাধীদের খোঁজার কাজে নেমেছে।

শামসের ও বারিক আলী নামের দুজনের উপর মামলা দায়ের করা হয়েছে। বিধায়কের ধারণা যে এইসবের পেছনে বিদেশী শক্তির হাত আছে তথা বিদেশ থেকে ভারত বিরোধী ষড়যন্ত্র চলছে। বিজেপি বিধায়ক রবীন্দ্র পাল সিংহ বলেছেন এরা দুজন মোট ৪৫ টি হ্যান্ডপাম্প লাগিয়েছেন। প্রশাসনের অনুমতি ছাড়া কিভাবে ফলকে বিদেশি দেশের পতাকা লাগানো হল সেই নিয়ে উনি দেশবিরোধী শক্তির প্রসঙ্গ টেনেছেন।

পাম্পের কাছে আরবি ভাষায় লেখা হয়েছে- কুয়েত শেখ আবদুলা নূরী চ্যারিটেবল ট্রাস্ট এই হ্যান্ডপাম্প লাগাচ্ছে।
ভারতের ভাইদের সুবিধার্থে এই হ্যান্ডপাম্পটি শেখ আবদুলা নূরী চ্যারিটেবল ট্রাস্ট এর পক্ষ থেকে লাগানো হচ্ছে। কুয়েত রাজ্য আপনাদের পাশে আছে। বিজেপি বিধায়ক বলেছেন যে এটা পুরোপুরি পরিকল্পনামাফিক একটা ষড়যন্ত্র। উনি এই ঘটনাটিকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বলেছেন এবং দুই অভিযুক্তের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করিয়েছেন।

The post হ্যান্ডপাম্পের প্রাঙ্গণ কবরের মতো ডিজাইন, জাতীয় পতাকার অপমান! শামসের ও বারিক আলীর উপর দায়ের FIR first appeared on India Rag .



from India Rag https://ift.tt/2E1vfc1
Bengali News
 

Start typing and press Enter to search