ভারতে বাবা ও মেয়ের সম্পর্ককে খুবই পবিত্র একটা সম্পর্ক। ভারতের বেশিরভাগ বাবা তাদের মেয়েদের একটা সময়ে মা বলে সম্বোধন করে। অর্থাৎ বাবা নিজের মেয়ের মধ্যে মায়ের ছবি দেখতে পায়। কিন্তু আজ দেশের এক স্থান থেকে এমন খবর সামনে এসেছে যা ভারতীয়দের অত্যন্ত লজ্জিত করেছে।
বিহারের বেগুসরাই থেকে একটা খবর উঠে এসেছে যে ভারতীয় সমাজের মাথা নিচু করেছে। বেগুসরাইতে মোহম্মদ মফিজ নামক এক ব্যাক্তির উপর তার নিজের এক মেয়ের সাথে ধর্ষণ ও দুই মেয়েকে ধর্ষনের চেষ্টা করার অভিযোগ উঠেছে।
অভিযুক্ত দুবাইতে থাকালীন ভিডিও কলের মাধ্যমে অশ্লীল কান্ড করতো। মেয়েদের সাথে আপত্তিজনক ছবি শেয়ার করতো বলেও অভিযোগ উঠতো। বাড়ি এলে মেয়েদের যৌন শোষণ করতো। এই সমস্ত অভিযোগে ভিত্তিতে পুলিশ অভিযুক্ত মোহম্মদ মফিজকে গ্রেফতার করেছে। পসকো আইনের আওতায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শোষণের শিকার হওয়া মেয়ে এক সংবাদ মাধ্যমকে চাঞ্চল্যকর বিষয় জানিয়েছেন। মেয়েটি জানিয়েছেন যে সে এবার ১৮ বছর বয়সে পা দেবে কিন্তু ১২-১৩ বছর বয়স থেকে তার সাথে এমন ব্যাবহার করা হচ্ছে। মেয়েটি ঘটনাটি প্রথমে নিজের মাকে জানিয়েছিল। তবে মা উল্টে ভুল বুঝেছিল। পরে সে প্রমান সহ মাকে দেখিয়েছিল। যারপর বাড়িতে অশান্তি সৃষ্টি হয়। তবে এখন ঘটনাটি পুলিশের কাছে অবধি পৌঁছে গেছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার পর এলাকার লোকজন অভিযুক্তের ফাঁসির দাবি তুলেছে। এমন অপরাধীর সমাজে বেঁচে থাকা উচিত নয় বলে মত প্ৰকাশ করেছে স্থানীয়রা
The post লজ্জিত হল বাবা মেয়ের পবিত্র সম্পর্ক! নিজের মেয়েকে ৫ বছর ধরে রেপ করছিল মোহম্মদ মফিজ first appeared on India Rag .
from India Rag https://ift.tt/35R6qLD
Bengali News