লাইভ টিভি ডিবেট এখন রাজনৈতিক তর্ক বিতর্কের বড়ো অংশে পরিনত হয়েছে। যে আনন্দ বিগত দশকগুলিতে শুধুমাত্র চায়ের দোকানে পাওয়া যেত তা এখন লাইভ টিভি ডিবেটে পাওয়া যাচ্ছে। সন্ধ্যে নামলেই যে কোনো ইস্যুতে ক্ষমতাধারী পার্টির সাথে বিরোধি দলের লড়াই দেখানোর জন্য এখন ভারতের টিভি চ্যানেলেগুলো বিখ্যাত হয়ে উঠেছে। লাইভ ডিবেটের দরুন জনগণের জন্য একটা সবথেকে বড়ো যে লাভ হয় তা হলো পার্টির আসল উদেশ্য সম্পর্কে সকলে অবগত হতে পারে। নিরন্তর তর্ক বিতর্ক চলার দরুন রাজনীতির ভেতরের কথাও অনেক সময় বাইরে চলে আসে।
তবে মাঝে মধ্যে এই তর্ক বিতর্ক যুক্তির বাইরে গিয়ে এমন পর্যায়ে পৌঁছে যায় যে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে উঠে। সম্প্রতি India Today নামক এক চ্যানেলের ডিবেটে ঠিক এমনটাই ঘটেছে। India Today চ্যানেলে বিজেপির প্রবক্তা সম্বিত পাত্রের সাথে সাংবাদিক রাজদীপ সারদেশাই এর তর্ক চরম পর্যায়ে পৌঁছে যায়।
— अंकित जैन (@indiantweeter) September 12, 2020
https://platform.twitter.com/widgets.js
সেই ডিবেটের কয়েকটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। একটা ভিডিওতে দেখা যাচ্ছে সম্বিত পাত্র রাজদীপ সারদেশাকে কংগ্রেসের চামচা বলে আক্রমণ করেছেন। আসলে ডিবেটে সম্বিত পাত্রকে নিজের কথা রাখার সুযোগ দেওয়া হয়নি। তাই সম্বিত পাত্র বলেছেন যে রাজদীপ আপনি আর আপনার চামচা (কংগ্রেস পার্টির প্রবক্তা) বসে ডিবেট করুন। সম্বিত পাত্র আরো আক্রমন করে বলেন – আপনি একজন কংগ্রেস পার্টির চামচা। যারপর রাজদীপ এমন আক্রমন করার জন্য আক্রোশের সাথে প্রতিবাদ জানিয়েছেন।
Those who complain about TV channels trying to buy TRPs out of Rhea-Sushant case should be shown the mirror as well,for once they closed all the gates of Parliament to trade TRPs during terror attack ..they even confessed being #Vultures
I won’t name the ace reporter though!! pic.twitter.com/GJlTFKqclA— Sambit Patra (@sambitswaraj) September 11, 2020
https://platform.twitter.com/widgets.js
সম্বিত পাত্র ও রাজদীপের লড়াইয়ের আরো এক ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে সম্বিত পাত্র রাজদীপ সারদেশাই কেন পার্লামেন্ট আক্রমনের জন্য খুশি ব্যাক্ত করেছিলেন তা নিয়ে প্রশ্ন তোলেন। আসলে রাজদীপ সারদেশাই এর একটা ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে রাজদীপ পার্লামেন্ট হামলার দিনকে তার চ্যানেলে কভার করতে পারায় খুশি ব্যাক্ত করেছিলেন। সম্বিত পাত্র সেই বিষয়ে প্রশ্ন তুলে বলেন যে- দেশের উপর আক্রমন হলে একজন ব্যাক্তি কিভাবে আনন্দিত হতে পারে।
The post আপনি কংগ্রেসের একজন চামচা: রাজদীপ সারদেশাইকে কড়া আক্রমন সম্বিত পাত্রের! ভাইরাল হল ভিডিও first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3mndqpm
Bengali News