-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বুলডজার নয় ডায়নামাইট লাগিয়ে উড়িয়ে দেওয়া হবে প্রাক্তন সাংসদ আতিক আহমেদের কোল্ড স্টোরেজ!

- September 22, 2020

মাফিয়া, গুন্ডা সাফায়ের জন্য যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সরকার যে দৃষ্টান্ত তৈরি করেছে তা পুরো দেশের রাজ্য সরকারগুলির জন্য প্রেরণাদায়ক। ক্ষমতায় আসার পর থেকে যোগী আদিত্যনাথের সরকার একের পর এক মাফিয়াদের সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ শুরু করেছে। সম্প্রতি যোগী প্রশাসন প্রাক্তন সাংসদ আতিক আহমেদের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করতে নেমেছে। আতিক আহমেদকে যোগী প্রশাসন মাফিয়া ঘোষণা করে দিয়েছে এবং তদন্তে নেমে বহু সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।

আতিক আহমেদের অবৈধ বিল্ডিংগুলিকে এতদিন পর্যন্ত বুলডজার লাগিয়ে ভাঙা হচ্ছিল। তবে ডিনামাইট লাগিয়ে আতিক আহমেদের অবৈধ বিল্ডিংগুলি উড়িয়ে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। বিগত ২ সপ্তাহে আতিক আহমেদের প্রায় ১১ টি অবৈধ বিল্ডিংকে ভেঙে ফেলা হয়েছে।

একই সাথে আতিক আহমেদের ১১ টি সম্পত্তিকে সিজ করে বাজেয়াপ্ত করা হয়েছে। এখন ডায়নামাইট লাগিয়ে বেশকিছু বিল্ডিংকে ধ্বংস করা হবে বলে জানা যাচ্ছে। এর জন্য প্রশাসন প্রস্তুতি নিচ্ছে। ডায়নামাইট বিস্ফোরণের দরুন আশেপাশের কারোর সম্পত্তির ক্ষতি হতে পারে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এর জন্য একটা বিশেষজ্ঞ টিম তৈরি করা হয়েছে। যাদের পর্যবেক্ষনে পুরো পক্রিয়া সম্পন্ন করা হবে বলে খবর আসছে। প্রয়াগরাজ থেকে ২০ কিমি দূরে আতিক আহমেদের ৪” বিঘা জমির খোঁজ পাওয়া গেছে। যেখানে আতিক আহমেদ ৫ তলা কোল্ড স্টোরেজ বানিয়ে রেখেছে। আশেপাশের জেলার মধ্যে এটাই সবথেকে বড়ো কোল্ড স্টোরেজ। সেই কোল্ড স্টোরেজকে ডায়নামাইট লাগিয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতিতে নেমেছে যোগী প্রশাসন।

The post বুলডজার নয় ডায়নামাইট লাগিয়ে উড়িয়ে দেওয়া হবে প্রাক্তন সাংসদ আতিক আহমেদের কোল্ড স্টোরেজ! first appeared on India Rag .



from India Rag https://ift.tt/3kH8p9w
Bengali News
 

Start typing and press Enter to search