আসামের বরপেটা জেলার গণক কুচি গ্রামে বৈষ্ণব মঠে ভাঙচুর করা ও ধার্মিক স্থলকে অপমান করার অভিযোগ উঠেছিল। সেই ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার রফিকুল আলী নামক এক উপদ্রবীকে গ্রেপ্তার করে। অভিযুক্ত বরপিটা কসবার ভেলা এলাকার শান্তিপুরের বাসিন্দা বলে জানা গেছে।
আসামের এক পত্রিকার খবর অনুযায়ী, উপদ্রবী হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ গীতাকে আগুনে ছুঁড়ে দিয়েছিল। একইসাথে প্রার্থনা ঘরে ভাঙচুর করেছিল। এই খবর জানাজানি হতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবশ্য ঘটনা ঘটাবার সময় ওই স্থানে কেউ উপস্থিত ছিল না।
শ্রীমন্ত শঙ্করদেবের প্রধান শিষ্য শ্রী মাধবদেব ১৬ শতাব্দীতে এই মঠের প্রতিষ্ঠা করেছিলেন বলে জানা যায়। বৃহস্পতিবার দুপুর দুটোর দিকে রফিকুল আলী মঠের ভেতর ভাঙচুর করে। এরপর গুরু আসন ও অন্যান্য জিনিসগুলিকে মঠ থেকে বের করে তাতে আগুন লাগিয়ে দেয়। মঠে থাকা প্রসাদকেও ফেলে দেয় রফিকুল আলী নামক উপদ্রবী।
এরপর মঠে আগুন লাগার পর স্থানীয় লোকজন গিয়ে রফিকুলকে হাতেনাতে ধরে। স্থানীয়রা পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগ দায়ের করে। প্রসঙ্গত, এর আগে ৮ অক্টোবর রফিকুল আলী লক্ষী মন্দিরে ঢুকে আগুন লাগিয়েছিল। এছাড়াও মন্দিরে থাকা আগামী লক্ষীপূজা সমর্কিত পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগও রফিকুলের উপর রয়েছে। এই ঘটনাও বরপেটা এলাকায় হয়েছিল এবং সেই সময়েও এই উপদ্রবীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল।
The post আসামে মঠে ঢুকে গীতায় আগুন লাগিয়ে ভাঙচুর চালানোর অভিযোগ! গ্রেফতার রফিকুল আলী নামের উপদ্রবী first appeared on India Rag.
The post আসামে মঠে ঢুকে গীতায় আগুন লাগিয়ে ভাঙচুর চালানোর অভিযোগ! গ্রেফতার রফিকুল আলী নামের উপদ্রবী first appeared on India Rag .
from India Rag https://ift.tt/359Lpv2
Bengali News