বলিউডের কারনামা এখন খবরের শিরোনামে রয়েছে। বলিউডের মধ্যে সিনেমা তৈরির নামে কি হয় তা একের পর এক পর্দাফাঁস হচ্ছে। অভিনেত্রী পায়েল ঘোষ বলিউডের সিনেমা নির্মাতাদের নিয়ে বড়ো তথ্য ফাঁস করেছেন। যা নিয়ে মিডিয়ায় চর্চা তীব্র হয়েছে এবং নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
অভিনেত্রী পায়েল ঘোষ বলিউডের কিছু সিনেমা নির্মাতাদের চরিত্রের উপর প্রশ্ন তুলেছেন। পায়েল ঘোষ নিজের অভিজ্ঞতা শেয়ার করে এই চাঞ্চল্য ছড়িয়েছেন। পায়েল ঘোষ বলেছেন অনুরাগ কাশ্যপ তাকে যৌন হয়রানির শিকার করেছিলেন। অনুরাগ কাশ্যপ নিজের যৌন লালসা মেটাতে বলেছিলেন যে, ফ্লিম নির্মাতা ও অভিনেত্রীদের মধ্যে যৌন সম্পর্ক সাধারণ ব্যাপার।
পায়েল ঘোষ বলেছেন, এই সমস্ত লোকজন এখন মহিলাদের স্বাধীনতার কথা বলছে। এগুলো ফালতু ভণ্ডামি ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেন পায়েল ঘোষ। পায়েল ঘোষ বলেন, অনুরাগ কাশ্যপ আমার কুকর্ম করতে চেয়েছিলেন। অনুরাগ ক্যাশপ উদারবাদীর গল্প করে কিন্তু আসলে তার বাস্তবটা অন্যরম। অনুরাগ কাশ্যপ বলেছিলেন যে হুম খুরেশি, রিচা চাড্ডা, মাহি গিল নাকি ফোন করলেই তার বাড়িতে এসে তার সাথে যৌনতায় লিপ্ত হয়।
@anuragkashyap72 has forced himself on me and extremely badly. @PMOIndia @narendramodi ji, kindly take action and let the country see the demon behind this creative guy. I am aware that it can harm me and my security is at risk. Pls help! https://t.co/1q6BYsZpyx
— Payal Ghosh (@iampayalghosh) September 19, 2020
https://platform.twitter.com/widgets.js
অনুরাগ কাশ্যপ ফোন করে সিনেমার বিষয়ে আলোচনার জন্য পায়েল ঘোষকে ডেকে ছিলেন। যারপর অন্যরুমে নিয়ে গিয়ে প্যান্ট এর চেন খুলে অভদ্র কাজ করার চেষ্টা করেন। যারপর অভিনেত্রী বলেন যে তিনি এইসব বিষয়ের জন্য মানসিক বা শারীরিকদিক থেকে প্রস্তুত নন। এইভাবে পায়েল নিজেকে বাঁচান বলে ভিডিও করে দাবি করেছেন অভিনেত্রী নিজেই।
প্রসঙ্গত, অনুরাগ কাশ্যপ ফ্লিম নির্মাতার সাথে সাথে একজন লিবারেল বুদ্ধিজীবী হিসেবে পরিচিত। বহুবার মোদী সরকারের বিরুদ্ধে মুখ খুলেও খবরের শিরোনামে থাকেন অনুরাগ কাশ্যপ। আর এখন পায়েল ঘোষের মন্তব্যের পর নতুনভাবে বিতর্কে পড়লেন বলিউডের এই সিনেমা নির্মাতা।
The post প্যান্টের চেন খুলে বলপূর্বক আমার সাথে যৌনসঙ্গম করতে চেয়েছিল অনুরাগ ক্যাশপ! অভিযোগ অভিনেত্রী পায়েল ঘোষের first appeared on India Rag .
from India Rag https://ift.tt/32LAo1u
Bengali News