সিনেমা ও রূপের জন্য প্রায় খবরের শিরোনামে আসা নুসরাত জাহান (Nusrat Jahan) এখন রাজনৈতিক কারণেও খবরে নিজের জায়গা করে আসতে শুরু করেছেন। অভিনেত্রী নুসরত জাহান রাজনীতিতে আসার পর থেকে সক্রিয়ভাবে রাজনৈতিক আক্রমন পাল্টা আক্রমনে নেমে পড়েছেন। টিকটক ব্যান নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে মুখ খোলার পর এখন নুসরাত জাহান প্রধানমন্ত্রী মোদীকে চাকরির প্রতিশ্রুতির বিষয়ে আক্রমন করেছেন।
নুসরাত জাহান টুইট করে ময়ূরকে নিয়ে প্রধানমন্ত্রী মোদীর ভিডিও করাকে কটাক্ষ করেছেন। দেশের বেকারত্ব একদিকে যখন লাগাতার বৃদ্ধি হচ্ছে তখন প্রধানমন্ত্রী মোদী ময়ূরের সাথে ভিডিও করতে ব্যাস্ত বলে অভিযোগ তুলেছেন নুসরাত জাহান। ২ কোটি চাকরি নিয়ে প্রধানমন্ত্রী মোদীর ভাবা উচিত বলেও টুইটে লিখেছেন নুসরাত। অবশ্য ময়ুরের সাথে প্রধানমন্ত্রী মোদীর ভিডিও নিয়ে বিরোধীরা বার বার মুখ খুলেছেন। কংগ্রেসের পর সম্প্রতি আসাউদ্দিন ওয়েসীও ময়ূরের সাথে ভিডিও করাকে নিয়ে রাজনৈতিক আক্রমন করেছিলেন।
While @narendramodi Ji was busy featuring in videos with peacocks, the unemployment rate in the country kept going up! Along with politically motivated videos, he should also deliver the promise of 2 Cr jobs for the people of India!#ActOf_MODI
https://t.co/Skcffrr3Q5— Nusrat (@nusratchirps) September 5, 2020
https://platform.twitter.com/widgets.js
নুসরত টুইটে লিখেছেন, “যখন প্রধানমন্ত্রী মোদী ময়ূরের সাথে ভিডিও করতে ব্যাস্ত তখন দেশের বেকারত্ব বেড়েই চলেছে। পলিটিক্যাল মোটিভেটেট ভিডিওর পাশাপশি প্রধানমন্ত্রী মোদীর উচিত ২ কোটি চাকরির প্রতিশ্রুতি পূরণ করা।” তবে শুধু এখানেই থেমে নেই নুসরত জাহান।
আগে আপনি বলুন 15 লক্ষ টাকা ক জন পেল?
#JumlaMeterHigh pic.twitter.com/LSZgrzyhm2
— Nusrat (@nusratchirps) September 6, 2020
https://platform.twitter.com/widgets.js
এক টুইটে নুসরত জাহান বিজেপির মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলছে বলে কটাক্ষ করেন। মোদী বাবু জিডিপি বেকাবু বলে কটাক্ষ করেও কয়েকদিন আগে নুসরত বিজেপিকে আক্রমন করেছিলেন। এর আগে নুসরত জাহান অভিযোগ তুলেছিলেন যে মোদী সরকারের মন্ত্রীরা ছাত্রদের জীবনের সাথে খেলা করছে। সব মিলিয়ে নুসরত জাহান তার অভিনয়ের সাথে সাথে রাজনৈতিক ক্যারিয়ারকেও বেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে।
The post ময়ূরের সাথে ভিডিও করতে ব্যাস্ত, ২ কোটি চাকরি কখন দেবেন! প্রধানমন্ত্রী মোদীকে আক্রমন নুসরাত জাহানের first appeared on India Rag.
The post ময়ূরের সাথে ভিডিও করতে ব্যাস্ত, ২ কোটি চাকরি কখন দেবেন! প্রধানমন্ত্রী মোদীকে আক্রমন নুসরাত জাহানের first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2Fci1cA
Bengali News