সুশান্ত সিং রাজপুতের ঘটনা মিডিয়ায় যত চর্চা হচ্ছে ততই বলিউডের মুখোশ খুলে যেতে শুরু হয়ে। বলিউডে দেশের ড্রাগস, মাফিয়া, গুন্ডাবাজদের আধিপত্য রয়েছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। অনেকে অভিযোগ তুলেছেন যে বলিউডে সিনেমা তৈরি করা একটা বাহানা মাত্র। সিনেমা তৈরির আড়ালে সেখানে সেক্স, ড্রাগস, বেশ্যাবৃত্তির মতো ঘটনা ঘটে। বলিউডের অনেকে দাউদ ইব্রাহিমের মতো আতঙ্কবাদীদের সাথে যুক্ত আছে বলেও দাবি করেন। শুধু এই নয় বলিউডে ইসলামিকরণের ঘটনাকে প্রমোট করা হয় বলেও অভিযোগ উঠেছে। আর এই নিয়ে সর্বপ্রথম মুখ খুলেছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত।
কঙ্গনা রানাউত পালঘর ঘটনা নিয়েও মুখ খুলেছিলেন যারপর থেকে মহারাষ্ট্র সরকারের সাথে তার তুমুল দ্বন্দ সৃষ্টি হয়েছে। এখন সেই দ্বন্দ চরমে পৌঁছে গেছে। কঙ্গনা এটা বুঝিয়ে দিয়েছে যে সে চুপ করার মতো মেয়ে নন। কঙ্গনা স্পষ্ট করে দিয়েছেন যে তিনি ভয়ে চুপ করে থাকবেন না। কঙ্গনা এখন আবার মুখ খুলেছেন এবং শিবসেনার উপর মন্তব্য করে আলোড়ন ফেলে দিয়েছেন।
কঙ্গনা বলেছেন যে আদিত্য ঠাকরে ড্রাগ রেকেটের সাথে জড়িত, ড্রাগস কারোবারিদের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কঙ্গনা খোলামেলা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ছেলের উপর মন্তব্য করেছেন।
Basic problem of Maharashtra CM is why I exposed movie mafia, murderers of SSR and its drug racket, who his beloved son Aaditya Thakeray hangs out with, this is my big crime so now they want to fix me, ok try let’s see who fixes who!!! https://t.co/KzfVPfx5s8
— Kangana Ranaut (@KanganaTeam) September 14, 2020
https://platform.twitter.com/widgets.js
কঙ্গনা রানাউত আজ বলেছেন – মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে আমার উপর রাগ প্রকাশ করেছেন এর কারণ আমি সিনেমা মাফিয়াদের এক্সপোস করে দিয়েছিলাম। উনি আরো বলেন, সুশান্তের খুনি এবং ড্রাগস ব্যবসায়ীদের বিরুদ্ধে আমি আওয়াজ তুলেছিলাম যাদের সাথে আদিত্য ঠাকরের ঘনিষ্ঠতা আছে।
The post ড্রাগস কারোবারিদের সাথে যোগ আছে আদিত্য ঠাকরের! নির্ভয়ে খোলাখুলি বললেন কঙ্গনা রানাউত first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3mntlUk
Bengali News