কলকাতাঃ পুলিশের বিরুদ্ধে বেলাগাম দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এবার পুলিশকে আক্রমণ করতে তাঁদের বাড়ির অন্দরমহল পর্যন্ত উঁকি দিলেন তিনি। দিলীপ ঘোষ বলেন, ‘রাজ্যের ওসি, আইসি এরা সবথেকে বড় চামচা। এরা অমেরুদণ্ডী প্রাণী। এদের যা অবস্থা, এদের বৌও এদের দেখা খিলখিল করে হাসে। এদের বউরা বলে, আজকে আমার শাড়ি পড়ে যেও, উর্দি পরতে হবে না।” এমনকি তিনি পুলিশকে চাকরি ছেড়ে সবজি বিক্রি করারও পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, পুলিশ যদি চাকরী ছেলে সবজি বিক্রি করে তাহলে অন্তত তাঁদের সন্তানরা বুক ফুলিয়ে বলতে পারবে যে বাবা ভালো কাজ করে। তিনি বলেন, আজ আমি এই কথা সবার সামনে দাঁড়িয়ে বলছি। কোনও বাপের ব্যাটা পুলিশ যদি থাকে, তাহলে আমার এই মন্তব্যের প্রতিবাদ করে দেখাক। উনি বলেন, আমার দুঃখ হয় ওঁদের দেখলে, লজ্জাও হয়। ওঁরা চাকরী ছেড়ে সবজি বিক্রি করুক। অন্তত তাঁদের সন্তানেরা বুক ফুলিয়ে বলতে পারবে যে তাঁদের বাবা ভালো কাজ করে।
২১ এর নির্বাচন জতি এগিয়ে আসছে, তৃণমূলের সাথে সাথে পুলিশের বিরুদ্ধেও সুর চড়াচ্ছে বিজেপি। কিছুদিন আগে দিলীপ ঘোষ চা-চক্রে বলেছিলেন, আমরা ক্ষমতায় এলে পুলিশদের এমন জায়গায় পাঠাব, ওঁরা পরিবারের মুখ পর্যন্ত দেখতে পারবে না। উল্লেখ্য, বিজেপি বরাবরই অভিযোগ করে আসছে যে, পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে। ওঁদের শুধু উর্দিটাই খাকি, বাকি সবকিছুই নীল সাদা।
বারবার বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে আসা দিলীপ ঘোষ যতই সমালোচনার শিকার হন না কেন, উনি নিজের মন্তব্য করা থামান না। আরেকদিকে, তৃণমূলকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তাঁরা জানায়, দিলীপ বাবু অসুস্থ মানুষ। আর সেই কারণেই উনি এসব আজেবাজে বকছেন।
The post পুলিশের উচিৎ চাকরী ছেড়ে সবজি বিক্রি করা, তাহলে অন্তত তাঁদের সন্তানেরা গর্ব করতে পারবেঃ দিলীপ ঘোষ first appeared on India Rag .
from India Rag https://ift.tt/35uLcCX