সম্প্রতি দেশজুড়ে বলিউডের নেপোটিজম তথা পরিবারবাদকে নিয়ে চর্চা তীব্র হয়েছে। সুশান্ত সিং রাজপুতের হত্যার পর এই আলোচনা তুঙ্গে পৌঁছেছে। খান পরিবার, কাপুর পরিবার বলিউডকে নিজের হাতের মুঠোয় রাখতো বলে অভিযোগ উঠছে। একইসাথে এই পরিবারগুলির সাথে দাউদ ইব্রাহিমের লিংক আছে বলেও অনেকে অভিযোগ করেছে।
সোশ্যাল মিডিয়ায় কিছুজন খান ও কাপুরদের সিনেমা বয়কট করার ডাক দিয়েছেন। দেশজুড়ে সমালোচনার যে ঝড় চলছে তাতে কারিনা কাপুর খানকেও আক্রমন করা হয়েছে। কারিনা কাপুর খান নেপোটিজমের জেরে বলিউডে নিজের আধিপত্য বজায় রেখেছে বলে অভিযোগ উঠেছে।
লাগাতার এই ধরণের আলোচনার চলার দরুন এখন করিনা কাপুর খান সমালোচনার উপর নিজের পতিক্রিয়া জানিয়েছেন। তবে করিনা কাপুর খানের থেকে যে পতিক্রিয়া এসেছে তা খুবই নিরাশাজনক বলে দাবি করা হচ্ছে। কারিনা কাপুর খান এক ইন্টারভিউ দিতে গিয়ে সমালোচনা করা জনগনকেই কড়া ভাষায় আক্রমন করেছেন। কারিনা কাপুর খান বলেছেন- আমরা কি কাউকে জোর করে সিনেমা দেখাচ্ছি? দেখতে হবে না সিনেমা, কোনো যায় আসে না।
घमंड में चूर #करीनाकपूरख़ान के ये शब्द सुनिए आज ये इतनी बड़ी स्टार बनी है सिर्फ़ और सिर्फ़ ऑडियंस की वजह से और ऑडियंस को ही ललकार रही हैं कि, किसी ने Force नहीं किया हमारी मूवी देखने के लिए,नहीं देखनी तो मत जाओ
थैंक्यू करीना हमारी आंखें खोलने के लिए अब तुम्हारी उलटी गिनती शुरू pic.twitter.com/8zdNtF8uOI— Ridhima Tripathi (BJP)
(@RidhimaTripath4) August 9, 2020
কারিনা কাপুর খানের মন্তব্যকে অনেকে অহংকারে পরিপূর্ণ মন্তব্য বলে কমেন্ট করেছেন। আসলে ভারতবর্ষ জনগণকে ভগবান বলে মনে করা হয়। তাতে একজন সাধারণ দোকানদারের কাছে কাস্টোমার ভগবান, একজন নেতার কাছে সাধারণ মানুষ ভগবান। এমনকি কোনো IPS অফিসার হোক বা অভিনেতা সকলের ক্ষেতেই একই দৃষ্টিকোণ লাগু হয়। আর জনগণ নামক ভগবানের সাথে বিনম্র আচরণ অত্যন্ত আবশ্যিক। কিন্তু অভিনেত্রী কারিনা কাপুর খান যেভাবে পাল্টা জনগণকেই আক্রমন করেছেন তা নিয়ে নতুন করে সমালোচনার ঝড় উঠেছে।
from India Rag https://ift.tt/31CNcFz
Bengali News