ভোপালঃ অযোধ্যায় (Ayodhya) বুধবার রামমন্দিরের জন্য ভূমি পুজোর আগে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ (Kamal Nath) গেরুয়াধারী হয়েছেন। কংগ্রেস নেতা কমলনাথ নিজের আধিকারিক ট্যুইটার অ্যাকাউন্টে নতুন ছবি লাগিয়েছেন। ওই ছবিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথকে গেরুয়া বসনে দেখা যাচ্ছে। এছাড়াও তিনি নিজের প্রোফাইলের ছবিও পাল্টে দিয়েছেন।
জানিয়ে দিই, কমলনাথ মধ্যপ্রদেশের সমৃদ্ধি আর কল্যাণের জন্য আজ হনুমান চালিশা পাঠ করছেন। সোমবার উনি ট্যুইট করে লিখেছিলেন, ‘প্রিয় রাজ্যবাসী, আমি আপনাদের সবার উন্নতি এবং সুখের জন্য আগামীকাল সকাল ১১ টায় হনুমান চালিশা পাঠ করব। আমার আবেদন, আপনারা সবাই নিজের নিজের বাড়ির পাশে মন্দিরে গিয়ে প্রভু হনুমানের পুজো করুন আর মধ্যপ্রদেশের ভালোর জন্য প্রার্থনা করুন। রাম লক্ষণ জানকি, জয় বলো হনুমান কি।”
জানিয়ে দিই, প্রাক্তন মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই ট্যুইট করে বলেছিলেন যে তিনি অযোধ্যায় রাম মন্দির নির্মাণের স্বাগত করছেন। কংগ্রেস নেতা দলের লাইন থেকে দূরে গিয়ে বলেন, দেশবাসী কয়েকশ বছর ধরে এই দিনের অপেক্ষা করছিল। রাম মন্দির নির্মাণ প্রতিটি ভারতবাসীর সহমতিতে হচ্ছে। আর এটা শুধু ভারতেই সম্ভব।
from India Rag https://ift.tt/3i3fa3Y
Bengali News