-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

জেগে উঠেছে দেশের জনতা! মহেশ ভট্টের সিনেমার ট্রেলারে আনলাইকের সংখ্যা ছাপিয়ে গেল লাইকের সংখাকে

- August 12, 2020

জনগণই দেশের শক্তি,এই শক্তির জাগরণ হলে তা কর্মে প্রতিফলিত হতে বেশি সময় লাগে না। আর এর প্রমান আজ হাতে নাতে পাওয়া গেছে। জনগণ সিনেমা জগতে পরিবারবাদ ও মাফিয়াগিরির অবসান করার নির্ণয় নিয়ে ফেলেছে। আজ মহেশ ভট্ট এর নতুন সিনেমা বিভিন্ন প্লাটফর্ম এ আসতেই জনগণ নিজের শক্তির প্রদর্শন করেছে।

আসলে মহেশ ভট্ট টাকা লাগিয়ে একটা সিনেমা বানিয়েছেন। সিনেমার নাম সড়ক-২ (SADAK 2), এই সিনেমায় পূজা ভট্ট ও আলিয়া ভট্ট মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। এই দুজন মহেশ ভট্টের মেয়ে। সিনেমা রিলিজ হওয়ার আগে ইউটিউব এর মতো প্লাটফর্মে ট্রেলার রিলিজ করা হয়েছে। আর সেখানেই জনগণ তাদের শক্তি প্রদর্শন করেছে।

বড়ো সংখ্যায় লোকজন সিনেমাটির ট্রেলারের উপর নেগেটিভ রিভিউ দিয়েছে। ইউটিউবের মতো প্লাটফর্মে সড়ক-২ এর আনলাইকের সংখ্যা লাইকের থেকে বহু বেশী হয়েছে। ইউটিউবের এক চ্যানেলে সড়ক-২ এর ট্রেলারে লাইক পড়েছে মাত্র -152K অন্যদিকে আনলাইক পড়েছে 2.5M

অর্থাৎ ট্রেলারটি অপছন্দের সংখ্যা লাইকের সংখ্যাকে ছাপিয়ে বহুদূর এগিয়ে গেছে। অনেকে কমেন্ট বক্সে এসে বলেছেন যে তারা শুধু আনলাইক দিতেই এসেছিল, ট্রেলার দেখতে নয়। সবমিলিয়ে জনগণ সিনেমার ট্রেলারে নিজেদের আক্রোশ প্রকাশ করতে মাঠে নেমে পড়েছে।

প্রসঙ্গত জানিয়ে দি, আধুনিক যুগে আনন্দ পরিবেশনের সাথে সাথে সামাজিক ও অন্যান্য শিক্ষা সম্প্রসারনে বিশ্বজুড়ে একটা বড়ো দায়িত্ব পালন করছে চলচিত্র জগৎ। তবে ভারতীয় সিনেমা জগৎ বিশেষ করে বলিউড শিক্ষামূলক ভূমিকায় সম্পূর্ণভাবে বার্থ। তবে কু-শিক্ষা ও কু-রুচি বিস্তারে বলিউডের ভূমিকা অসামান্য। বলিউডের চলচিত্রে না আছে সুস্থ সবল জীবনদর্শের বলিষ্ঠ প্রতিফলন, না আছে বাস্তব জীবনের বিশ্বস্ত প্রতিচ্ছবি। উন্নতমানের শিল্প-সুষমার উপস্থাপনাও বলিউডে দুর্লভ।



from India Rag https://ift.tt/33SpAQf
Bengali News
 

Start typing and press Enter to search