নয়ডাঃ অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোর পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) আর ওনার টিম এবার করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য আবারও কোমর বেঁধে মাঠে নেমেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ নয়ডায় অত্যাধুনিক কোভিড হাসপাতালের উদ্বোধন করবেন। এরপর তিনি এইচসিএল কোম্পানি দ্বারা স্থাপিত অত্যাধুনিক ইন্ট্রিগ্রেটেড কোভিড কন্ট্রোল রুমের নিরীক্ষণ করবেন। এই কন্ট্রোল রুম রাজ্যে কোভিড নিয়ন্ত্রণ ওয়ার রুম হিসেবে ব্যবহৃত হবে।
এই কন্ট্রোল রুমে কল সেন্টার ভবন, কম্পিউটার সিস্টেম, ল্যান্ডলাইন নম্বর এবং ম্যান পাওয়ারের সাথে সাথে সমস্ত অত্যাধুনিক সুবিধা উপলব্ধ করাচ্ছে এইচসিএল কোম্পানি। বেসরকারি সেক্টরের সহায়তায় এরকম কন্ট্রোল রুম নয়ডা ছাড়াও রাজ্যের অন্যান্য বড় শহরে গড়ার চিন্তা ভাবনা নিয়ে যোগী সরকার।
করোনার কালে অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো নিয়ে বিরোধীরা কেন্দ্র সরকার এবং উত্তর প্রদেশের যোগী সরকারকে এক হাতে নিয়েছিল। তাঁদের মতে, এই দুঃসময়ে যখন হাসপাতাল উদ্বোধন করার কথা তখন সরকার মন্দিরের ভূমি পুজো করছে। যদিও, কেন্দ্র এবং উত্তর প্রদেশ সরকার বিরোধীদের বিরোধিতায় কর্ণপাত না করে মন্দিরের ভূমি পুজো করেছিল। আর ভূমি পুজোর তিনদিনের মাথায় উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ অত্যাধুনিক কোভিড হাসপাতালের উদ্বোধন করলেন।
from India Rag https://ift.tt/3iiNc4m
Bengali News