রাহুল গান্ধী কংগ্রেসের বরিষ্ঠ নেতা কপিল সিব্বালকে বিজেপির এজেন্ট বলেছেন বলে অভিযোগ উঠেছে। সোজা ভাষায় রাহুল গান্ধী কপিল সিব্বালকে পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্রকারী তথা বিশ্বাসঘাতক বলেছেন। বিষয়টি কপিল সিব্বাল নিজেই জানিয়েছে। কপিল সিব্বাল লিখিতভাবে সকলের কাছে বিষয়টি তুলে ধরেছেন।
সম্প্রতি কংগ্রেস পার্টির মধ্যে ঘন ঘন মিটিং চলছে। কংগ্রেস পার্টির সভাপতি পদ থেকে সোনিয়া গান্ধী ইস্তফা দিলে কে সেই পদে বসবে সেই নিয়ে চর্চা তুঙ্গে রয়েছে। দিল্লিতে কংগ্রেসের কার্যকর্তারা একসাথে জমা হয়ে গান্ধী পরিবারের কোনো একজন যেন পদ সামলায় তার দাবি জানিয়েছেন। কংগ্রেসের বরিষ্ঠ নেতা দিগ্বিজয় সিং বলেছেন, গান্ধী পরিবার ছাড়া পার্টি কল্পনা করা যায় না তাই পদে কংগ্রেস পার্টির কাউকে বসতে হবে। যদিও অনেকে এটিকে গান্ধী পরিবারের চাটুকারিতা বলেছেন।
এমন অবস্থায় কপিল সিব্বালকে নিয়ে কংগ্রেসে নতুন বিতর্ক শুরু হয়েছে। কপিল সিব্বাল টুইট করে লিখেছেন, ” রাহুল গান্ধীজি বলেছেন যে আমি বিজেপির সাথে যুক্ত হয়ে আছি। আমি ৩০ বছর ধরে কংগ্রেসের বিরুদ্ধে বা বিজেপির হয়ে একটাও মন্তব্য করিনি। কিন্তু রাহুল গান্ধী আমাকে বিজেপির সাথে যুক্ত আছি বলে মন্তব্য করেছেন।”
Rahul Gandhi says “we are colluding with BJP“…Last 30 years have never made a statement in favour of BJP on any issue. Yet “we are colluding with the BJP“: Congress leader Kapil Sibal in a tweet pic.twitter.com/DGUboBswkd
— ANI (@ANI) August 24, 2020
কপিল সিব্বাল বলেছেন, আমি রাজস্থান হাইকোর্ট থেকে শুরু করে মনিপুর অবধি বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের জন্য উকালতি করেছি। তা সত্ত্বেও আমাকে রাহুলজি বলছেন আমি বিজেপির সাথে মিশে আছি। প্রসঙ্গত জানিয়ে দি, কপিল সিব্বাল গান্ধী পরিবারের খুবই ঘনিষ্ঠ ব্যাক্তি এবং উনি রাম মন্দিরের বিরুদ্ধেও আদালতে লড়াই করেছিলেন।
The post আমি ৩০ বছর কংগ্রেসের সেবা করলাম, রাহুলজি আমাকে বিশ্বাসঘাতক ও বিজেপির এজেন্ট বলল: কপিল সিব্বাল first appeared on India Rag.
from India Rag https://ift.tt/2CRHCXw
Bengali News