কলকাতাঃ নারদা কাণ্ডে (Narada Case) কোমর বেঁধে মাঠে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তৃণমূলের (All India Trinamool Congress) প্রাক্তন তথা বিজেপির বর্তমান নেতা মুকুল রায় সমেত আরও পাঁচ জনকে নোটিশ পাঠাল ইডি। তৃণমূলের নেত্রী কাকলী ঘোষ দস্তিদার, অপরূপা পোদ্দার, তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী, সৌগত রায় সমেত এমএমএইচ মির্জাকে নোটিশ পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নারদা কাণ্ডে ED এর নতুন করে তৎপর হওয়ার অস্বস্তি বেড়েছে শাসক দলের।
ED এর তরফ থেকে পাঠানো নোটিশে শুভেন্দু অধিকারী, সৌগত রায়, কাকলী ঘোষ দস্তিদার, অপরূপা পোদ্দার এবং এমএমএইচ মির্জাকে তাঁদের সমস্ত সম্পত্তির খতিয়ান, নথি এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা করতে বলা হয়েছে। প্রসঙ্গত, এর আগে জুন মাসে নোটিশ পাঠিয়েছিল ইডি। এবার নোটিশে সময়সীমা বেঁধে দিয়ে সমস্ত নথি জমা করার নির্দেশ দেওয়া হয়েছে।
The post নারদা কাণ্ডে তৎপর হল ইডি, শুভেন্দু সমেত চার তৃণমূলকে নেতাকে পাঠাল কড়া নোটিশ first appeared on India Rag.
from India Rag https://ift.tt/3lbZL3J
Bengali News