নিজেকে ইসলামের ধৰ্মপ্রচারক বলা জাকির নায়েক (Zakir niak) মালয়েশিয়ায় লুকিয়ে রয়েছে এবিং সেখান থেকেই ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র চালানোর কাজ করছে। ইসলামের বিষয়ে জ্ঞান দেওয়ার নামে জাকির নায়েক ভারতের মুসলিমদের উস্কানি দেওয়ার কাজে মেতেছে। ভারতের প্রতি ষড়যন্ত্র করে জাকির নায়েক যে ব্যাবসা শুরু করেছে সেই ব্যাবসায় এখন যে নিজের ছেলেকেও নামিয়ে দিয়েছে।
২১ শে আগস্ট ২০২০ তে জাকির নায়েক একটা ভিডিও ইউটিউবে শেয়ার করেছে। যেখান থেকে ভারতের প্রতি তার মানসিকতা কেমন তা স্পষ্ট বোঝা গেছে। ভিডিওটি ভারতের আবদুর রহমানের প্রশ্ন থেকে শুরু হয়েছে। আবদুর রহমান জিজ্ঞাসা করেছে, ” এখন ভারতে বসবাস করা কঠিন হয়ে গেছে। ক্ষমতায় থাকা পার্টির মাধ্যমে আল্লাহ ভারতের মুসলিমদের পরীক্ষা নিচ্ছে। এমন অবস্থায় আমাদের কি করা উচিত? যেখানে অনেকজনকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে UAPA তে জেলে ঢুকিয়ে দেওয়ার হচ্ছে ”
জাকির নায়েক এই প্রশ্নের ভিত্তিতে ১৭ মিনিট ৫০ সেকেন্ড ভারতের বিরুদ্ধে বিষ উগরেছে। পাঠকদের সুবিধার জন্য সময় এর সাথে জাকিরের বক্তব্য তুলে ধরা হলো।
২ মিনিট ১০ সেকেণ্ড থেকে ২ মিনিট ৩৫ সেকেন্ডে জাকির বলেছে:
গত ৪ থেকে ৬ বছরে সংখ্যালঘুদের উপর অত্যাচার বৃদ্ধি পেয়েছে। মুসলিমদের উপর মব লিনচিং এর ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ একটা ঘটনাতেও দৃঢ় প্রমান আদালতে জমা দিতে পারেনি।
৫ মিনিট ৩০ সেকেন্ড থেকে ৮ মিনিট ২০ সেকেন্ডে জাকির বলেছে:
২০১১ এর জনসংখ্যা এর রিপোর্ট অনুযায়ী ভারতে ১৪.২% মুসলিম আছে। আর ২ বছর আগে ভারত সরকার বলেছিল যে ২০ কোটির বেশি মুসলিম ভারতে আছে। কিন্তু আমার মনে হয় আসাম, বাংলার মুসলিমদের জনসংখ্যা ধরা হচ্ছে না। বলা হয় ইন্দোনেশিয়ার সবথেকে বেশি মুসলিম থাকার দেশ কিন্তু আমার মনে হয় বিশ্বের সবথেকে বেশি মুসলিম ভারতে আছে। আমাদের উচিত একটা বিশেষ রাজনৈতিক পার্টি তৈরি করা যেখানে শুধু মুসলিমরা ভোট দেবে। একই সাথে পার্টিকে দলিতদের সাথে জুড়ে দিতে হবে। কারণ দলিতরা মুসলীম নয়। দলিতদের সংখ্যা ভারতে ৩০ কোটি আছে। এইভাবে আমরা ৬০ কোটিতে পৌঁছে যাবো।
১৩ মিনিট থেকে ১৬ মিনিট ১০ সেকেন্ড পর্যন্ত জাকির বলেছে:
কোনো মুসলিমের উপর অত্যাচার হলে সে মুসলীমবহুল দেশে যদি পলায়ন করে তাহলে সেটা সমাধান নয়। সমাধান হচ্ছে মুসলিমদের রাজনৈতিক একতা। তবে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়া যেতে পারে যেখনও মুসলিমদের নিয়ে মানুষজনের চিন্তা ভালো। কেরল একটা রাজ্য যেখানে হিন্দু এক তৃতীয়াংশ, মুসলিম এক তৃতীয়াংশ এবং খ্রিস্টান এক তৃতীয়াংশ।
কেরলে ভারত সরকার রাজনৈতিক দিক থেকে শক্তিশালীও নয়। তাই এক রাজ্য থেকে অন্য রাজ্য গেলে কেরল সবথেকে ভালো। একই রাজ্যের এক শহর থেকে অন্য শহরেও যাওয়া যেতে পারে যেখানে সাম্প্রদায়িকতা কম। যেমন, মুম্বাইয়ের ডংরির বাইকালা সবচেয়ে নিরাপদ, সেখানে ৮০-৯০ শতাংশ মুসলমান রয়েছে।
জাকির নায়েক তার বক্তব্যে ভারত ভাঙার জন্য বিষ উগরেছে। জাকিরের মতে, দলিতরা হিন্দু নয় তথা সনাতনীদের জনসংখ্যা ৬০% এর কম। জাকির বলেছে, যদি আমরা রাজনৈতিকভাবে এক হয়ে যায় তাহলে মুসলিমদের গৌরব ফিরে আসবে। তবে মুসলিমদের কোন পুরানো গৌরব ফিরবে সেটা বলেনি উন্মাদী ভারত বিরোধী জাকির।
The post ভারতে হিন্দু ৬০% এর কম, আমার দেখানো রাস্তায় চলো, জয় হবে ইনশাল্লাহ: দেশ ভাঙার আইডিয়া দিল জাকির নায়েক first appeared on India Rag.
from India Rag https://ift.tt/3j5cuDu
Bengali News