২০০১ সালের ১৩ ডিসেম্বর ভারতবাসীর জন্য একটা কালো দিন ছিল। ঐদিন ভারতের সংসদে আতঙ্কবাদী হামলা হয়েছিল। ভারতের গণতন্ত্র এর উপর সেই আক্রমণের মূল পরিকল্পনাকারী ছিল আফজল গুরু। দেশের পার্লামেন্টে হামলার খবর শুনে পুরো দেশবাসী আতঙ্কিত হয়েছিল।
যখন হামলা হয়েছিল তখন সংসদে কিছু সাংসদ ছিল এবং মন্ত্রীরাও ছিল। এখন সেই দিনটিকে স্মরণ করতে গিয়ে বেফাঁস এবং খুবই জঘন্য মন্তব্য করেছেন সাংবাদিক রাজদীপ সারদেশাই। ওই দিনের কথা স্মরণ করতে গিয়ে রাজদীপ সারদেশাই হাঁসতে হাঁসতে নিজের আনন্দ প্রকাশ করেছেন।
এক ইন্টারভিউ এর দরুন রাজদীপ সারদেশাই ওই দিনে তার কতটা আনন্দ হয়েছিল তা তিনি বলেন। রাজদীপ সারদেশাই এর ইন্টারভিউ এর ওই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। রাজদীপ সারদেশাই বলেছেন ওই দিনটা খুব ভালো ছিল, আমরা সেদিন সংসদে ছিলাম এবং মদ খেয়েছিলাম। রাজদীপ বলেছেন যে “ওইদিন তিনি মদ খেয়ে বেশ আনন্দ করছিলেন। এরপর হটাৎ সংসদে আতঙ্কবাদী হামলা হয়ে যায় তখন আমি আমার সাথীকে গেট বন্ধ করে দিতে বলি যাতে আর কোনো সংবাদ মাধ্যম না ঢুকতে পারে।”
রাজদীপ বলেন, “যাতে আমরা সবথেকে বেশি ফুটেজ পায় তাই গেট বন্ধ করে দিতে বলি। ওই দিনটা আমাদের জন্য দারুন দিন ছিল।” প্রসঙ্গত, রাজদীপ সারদেশাই কয়েকদিন আগে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী মারা গেছেন বলে ভুয়ো খবর ছড়িয়ে দিয়েছিলেন।
Must Watch: संसद पर हमला हो गया, क्या मस्त दिन था वो।
हमारी चांदी हो गयी थी। मैंने तुरंत अपने कैमरामैन से कहा संसद का दरवाजा बंद कर दो ताकि कोई और चैनल वाला ना आ सके और अकेले हमारे ही चैनल को यह स्टोरी मिले हम तो आखिर गिद्ध हैं हमें तो ऐसी ही लाशें खाने को चाहिए-राजदीप सरदेसाई pic.twitter.com/fK0eBt2is4— Kuljeet Singh Chahal (@kuljeetschahal) December 9, 2018
জানিয়ে দি, রাজদীপ সারদেশাই নিজের বিতর্কিত মন্তব্যের জন্য বার বার চর্চার বিষয় হয়ে থাকেন। কিছুদিন আগেই রাজদীপ বলেছেন, রাম মন্দির নিয়ে আনন্দ পরে করবে আগে বাবরি মসজিদ ভাঙা হিন্দুদের জেলে ঢোকাও। শুধু এই নয়, এর আগে রাজদীপ সারদেশাই নিজের ভুল ভাল মন্তব্যের জন্য প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর কাছে লাইভ টিভিতে ধমক খেয়েছিলেন।
from India Rag https://ift.tt/2FFwb6v
Bengali News