-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বিকাশ দুবের এনকাউন্টারের কাহিনী, জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ তথ্য

- July 09, 2020

কানপুরঃ উত্তর প্রদেশের কানপুরের (Kanpur) কুখ্যাত অপরাধী বিকাশ দুবেকে (Vikas Dubey) উত্তর প্রদেশ এসটিএফ এনকাউন্টারে খতম করে। মধ্যপ্রদেশের উজ্জয়ন থেকে গ্রেফতার করে বিকাশ দুবেকে UP STF তিনটি গাড়ি করে প্রায় ৭০০ কিমি দূর কানপুর নিয়ে আসছিল। কানপুরের দেহাতে আচমকাই UP STF এর গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে। ওই গাড়িতেই আট পুলিশকর্মীর হত্যাকারী বিকাশ দুবে ছিল।

https://platform.twitter.com/widgets.js

এরপর শুরু হয় এনকাউন্টার। মাত্র ১০ মিনিটেই কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবে শেষ হয়ে যায়। এই এনকাউন্টারে চারজন পুলিশকর্মীও আহত হন। এসএসপি আর হাসপাতালের ডাক্তার বিকাশ দুবের মৃত্যুর কথা স্বীকার করে। কানপুরের আইজি মোহিত আগরবাও বিকাশের মৃত্যুর খবরের সত্যতা স্বীকার করেন।

কানপুরের এসএসপি দীনেশ কুমার পি জানান, UP STF এর গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়েছিল। সেই সময় বিকাশ দুবে গাড়িতে সওয়ার পুলিশকর্মীর পিস্তল ছিনিয়ে ফায়ারিং করে পালানোর চেষ্টা করছিল। আর এরমধ্যে UP STF এর অন্য গাড়ি গুলোও চলে আসে। সেখানে পুলিশের পাল্টা ফায়ারিংয়ে বিকাশ দুবে খতম হয়। আরেকদিকে জানা যায় যে, চারজন পুলিশ কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে একজন ইনস্পেক্টর, এক এসআই আর দুই কনস্টেবল আছেন।

  • সকাল প্রায় ৭ঃ১৫ নাগাদ UP STF এর গাড়ি পাল্টে যায়।
  • যতক্ষণে STF এর কনভয়ে থাকা আরও দুটি গাড়ি থামে, ততক্ষণে বিকাশ পাল্টে যাওয়া গাড়ি থেকে বের হয়ে পিস্তল নিয়ে ফায়ার শুরু করেছিল। আর পালানোর চেষ্টাও করলছিল।
  • STF এর জওয়ানরা মোর্চা সামলান আর পুলিশকর্মীরা বিকাশকে পিছু করা শুরু করে।
  • দুই তরফ থেকেই হয় ফায়ারিং।
  • বিকাশ দুবে গুলিতে আহত হয়, এর সাথে সাথে চারজন পুলিশকর্মীও আহত হয়।
  • ৭ঃ২৫ এ এনকাউন্টার খতম।
  • বিকাশ আর পুলিশকর্মীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
  • ডাক্তাররা বিকাশ দুবেকে মৃত ঘোষণা করে।


from India Rag https://ift.tt/2Zc9w90
Bengali News
 

Start typing and press Enter to search