উন্মাদীবহুল এলাকায় হিন্দু, বৌদ্ধ, জৈন,খ্রিস্টানদের কি অবস্থা হয় তার জলন্ত উদাহরণ উপরে ছবিতে থাকা মেয়েটি। আপনারা India Rag এর নিয়মিত পাঠক হলে অবশ্যই মেয়েটিকে চিনতে পেরেছেন এবং পূর্বে হওয়ার ঘটনা সম্পর্কে অবগত রয়েছেন।
তা সত্ত্বেও আরো একবার জানিয়ে দি, এই মেয়েটিকে পাকিস্তানের সিন্ধ প্রান্ত থেকে অপহরণ করা হয়েছিল এবং মসজিদে নিয়ে গিয়ে জোরপূর্বক ইসলাম কবুল করতে বাধ্য করা হয়েছিল। মসজিদের মৌলনার সহায়তায় মেয়েটিকে মুসলিম করা হয়েছিল। আব্দুল জব্বার নামের ব্যাক্তি দ্বারা মেয়েটির অপহরণ করা হয়েছিল।
মেয়েটির নাম হুমা ইউনুস যাকে ২০১৯ এর অক্টোবর মাসে অপহরণ করা হয়েছিল। সেই সময় তার বয়স ছিল ১৪ বছর। এখন হুম ইউনুস সম্পর্কিত যে খবর সামনে আসছে তা অত্যন্ত দুঃখজনক। জানা যাচ্ছে অপহরনকারীদের দ্বারা বার বার ধর্ষণের কারণে হুমা ইউনুস এখন গর্ভবতীতে পরিণত হয়েছে।
A minor girl #HumaYounus was kidnapped, raped, forcibly converted to #Islam, married to her abductor, and now pregnant at the age of 15. But no public or media outrage. Why? Because she is a #Christian, belongs to the minority. #SpeakUpForPakMinorities pic.twitter.com/kxlnqXmABt
— Gurpreet Kour (@simpleegurpreet) July 17, 2020
https://platform.twitter.com/widgets.js
যখন হুমাকে অপহরণ করা হয়েছিল তখন সে অষ্টম শ্রেণীতে পড়তো। এখন হুমার বয়স ১৫ বছর এবং সে গর্ভবতী। মাত্র ১৫ বছর বয়সে হুমা গর্ভবতীতে পরিণত হয়েছে। হুমা খ্রিস্টান সমাজের এক মেয়ে যাকে জোরপূর্বক অপহরণ করা হয়েছিল।
from India Rag https://ift.tt/2WvN6hu
Bengali News