-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ভারতীয় রেলের মহান কীর্তি, দেশের প্রথম ঝুলন্ত রেলওয়ে ব্রিজ শুরু হতে চলেছে আগামী বছরেই

- July 27, 2020

শ্রীনগরঃ ভারতীয় রেলের (Indian Railways) উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প কাটরা-বনিহাল রেলওয়ে ট্র্যাকে (Katra-Banihal railway line) ভারতের প্রথম কেবল রেল ব্রিজ (Anji Khad Bridge) ২০২২ এর মার্চের মধ্যে তৈরি হয়ে যাবে। এই ব্রিজের দুই ভাগের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। শেষ পর্যায়ের কাজ খুব দ্রুতই শুরু হবে। এটাই দেশের প্রথম কেবল রেলওয়ে ব্রিজ হতে চএলছে। এই ব্রিজ ৪৭৩.২৫ মিটার দীর্ঘ হবে।

কেবলের সাহারায় বানানো এই ব্রিজের মাধ্যমে কাটরা থেকে সরাসরি শ্রীনগরের জন্য ট্রেন চালানো সম্ভব হবে। কেবল ব্রিজ লক্ষণ ঝুলা অনেকেই দেখেছেন, কিন্তু এবার এরকমই কেবলের সাহায্যে বানানো ব্রিজে ট্রেন লাইন পেতে ট্রেন চালানো হবে। সামরিক দিক থেকে এই ব্রিজ খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ব্রিজের ফলে জম্মু কাশ্মীরের উন্নয়ন এবং পর্যটন আরও বেড়ে যাবে। এই ব্রিজ চিনাও নদীর উপর তৈরি হচ্ছে।

রেলওয়ে আধিকারিক অনুযায়ী, দুই পাহাড়ের মধ্যে ঝুলন্ত এই ব্রিজ নদীর তল থেকে ৩৩১ মিটার উঁচু হবে। এই ব্রিজ ৪৭৩.২৫ মিটার দীর্ঘ হবে। দিল্লীর কুতুব মিনারের থেকেও এই ব্রিজ চার গুণ বেশি উঁচু হবে। রেলের ইঞ্জিনিয়াররা এই বিশেষ ঝুলন্ত ব্রিজকে সাপোর্ট দেওয়ার জন্য ৯৬ কেবলের একটি নেটওয়ার্ক বানাবে।

রেলওয়ে জানাচ্ছে, এই ব্রিজ উন্নত ইঞ্জিনিয়ারিংয়ের উদাহরণ হতে চলেছে। জোরে হাওয়া আর ভয়ঙ্কর তুফানও এই ব্রিজের কিছু করতে পারবে না। ব্রিজের জন্য একটি উঁচু স্তম্ভ বানানো হচ্ছে, আর এই স্তম্ভের সাথেই কেবল গুলো বাঁধা থাকবে। এরপর ব্রিজের উপর ডেক বিছয়ে রেলওয়ে ট্র্যাক পাতা হবে।

দেশে জারি লকডাউনের কারণে ব্রিজের নির্মাণ তিন মাস ধরে বন্ধ ছিল, কিন্তু এবার আবারও দ্রুত গতিতে কাজ শুরু হয়েছে আর মার্চ ২০২২ এর মধ্যে ব্রিজের কাজ সম্পূর্ণ হবে। ব্রিজের নির্মাণকে তিন ভাগে বিভক্ত করা হয়েছিল। যার মধ্যে দুই ভাগ হয়ে গেছে আর সেবার শেষ ভাগের কাজ শুরু হয়েছে।



from India Rag https://ift.tt/301Ro25
Bengali News
 

Start typing and press Enter to search