-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ধর্মনিন্দার অভিযোগে সাজা প্রাপ্ত ব্যাক্তিকে আদালতে বিচারকের সামনে গুলি করা হত্যা করা হল পাকিস্তানে

- July 29, 2020


ওয়েবডেস্কঃ ধর্মনিন্দা (blasphemy) অভিযুক্ত ব্যাক্তির মামলা চলার সময় বুধবার আদালতে বিচারকের সামনেই তাঁকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনা ঘটেছে পাকিস্তানে (Pakistan)। পুলিশ জানায়, তাহির আহমেদ নাসিম ধর্ম নিন্দা করার অভিযোগে দুই বছর আগে গ্রেফতার হয়েছিল। তাঁকে আদালতেই বিচারক শকুন্তলা খানের সামনে গুলি করা হয়। গুলি লাগার পর ওই ব্যাক্তির মৃত্যু হয়।

আদালত চত্বরে এই মামলার শুনানির জন্য কড়া সুরক্ষা ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু তা স্বত্বেও এই কাণ্ড ঘটে যায়। যদিও, এটা জানা যায়নি যে বন্দুক নিয়ে কড়া সুরক্ষার মধ্যেও হত্যাকারী আদালতে ঢুকল কি করে। পুলিশ হত্যাকারীকে আদালতের ভিতর থেকে গ্রেফতার করে। ঘটনার সময় সেখানে উপস্থিত আইনজীবী জানান, মৃত ব্যাক্তির বিরুদ্ধে ধর্মনিন্দার মামলা চলছিল।

উল্লেখ্য, পাকিস্তানে ধর্মনিন্দা অত্যাধিক সংবেদনশীল মামলা। এই অভিযোগে অভিযুক্ত ব্যাক্তিকে সবসময় মৃত্যুর মুখোমুখি হতে হয়। বেশীরভাগ সময়েই অভিযুক্তকে পিটিয়ে মেরে ফেলা হয় আর তাঁর বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়। জানিয়ে দিই, আহমেদ সম্প্রদায় পাকিস্তানে সংখ্যালঘু হিসেবে বিবেচিত হয়। পাকিস্তানের সংসদ ১৯৭৪ সালে আহমেদ সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করেছিল। এক দশক পর, আহমেদিয়াদের মুসলিম ডাকাতেও নিষেধাজ্ঞা জারি হয়েছিল।



from India Rag https://ift.tt/3fcCWZB
Bengali News
 

Start typing and press Enter to search