-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

অবসরপ্রাপ্ত এই পিওনকে পদ্মশ্রী সন্মান দেওয়ার দাবি ভারত জুড়ে, কেন জানেন?

- July 09, 2020

স্টাফ রিপোর্টঃ তামিলনাড়ুর (Tamil Nadu) এক পোস্টম্যান (Postman) এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ট্যুইটারে একের পর এক ট্যুইট করে ওনাকে পুরস্কার দেওয়ার দাবি জানানো হচ্ছে। ডি সিবান (D Sivan) নামের এই পোস্টম্যান (Postman) তিরিশ বছরের সার্ভিসের পর এবার অবসর নিলেন। সিবান বিগত তিরিশ বছর ধরে তামিলনাড়ুর পাহাড়ি এলাকায় চিঠি পৌঁছে দেওয়ার কাজ করেছেন। আর এর জন্য ওনাকে প্রতিদিন ১৫ কিমি পাহাড়ি রাস্তা অতিক্রম করতে হত। ১৫ কিমির রাস্তা শুনে হয়ত সহজ লাগছে ঠিকই, কিন্তু সিবান যেই এলাকায় যেতেন, সেখানকার রাস্তা খুবই দুর্গম এবং বিপদজনক।

সিবান জানান, ওই দুর্গম এলাকায় চিঠি পৌঁছে দেওয়ার সময় অনেকবার বিষাক্ত সাপ, জংলি পশু, দামাল হাতি আর ভাল্লুকের মুখোমুখি হতে হয়েছিল। একবার তো ওনাকে জংলি হাতির একটি দল তাড়াও করেছিল। ২০১৬ এর মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সিবান প্রতি মাসে ১২ হাজার করে বেতন পেতেন। এক IAS অফিসার সুপ্রিয়া সাহু ট্যুইট করে সিবানের প্রশংসায় পঞ্চমুখ হন।

https://platform.twitter.com/widgets.js

সিবান যেই এলাকায় চিঠি পৌঁছে দেওয়ার কাজ করতেন, সেখানে পৌঁছানর জন্য কন্নুরের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হত। সুপ্রিয়া সাহুর সিবানকে নিয়ে ওই ট্যুইট সোশ্যাল মিডিয়ায় বেশ পছন্দ করছে মানুষ। অনেকেই সেখানে সিবানকে প্রকৃত নায়ক বলে আখ্যা দিচ্ছেন। তাঁরা জানাচ্ছেন, সিবানের মতো প্রকৃত নায়কের কাজের ফলের মানুষের ঘরের দরজা পর্যন্ত সরকারি কাজ পৌঁছে যায়।



from India Rag https://ift.tt/38DVVdX
Bengali News
 

Start typing and press Enter to search