স্টাফ রিপোর্টঃ ভারত (India) চীন (China) সীমান্ত বিবাদের ঝড় এবার আমেরিকায় (USA) আছড়ে পড়ল। নিউইর্কের (New York) রাস্তায় নেমে শয়ে শয়ে ভারতীয় বংশদ্ভুতরা চীনের বিরুদ্ধে সরব হল। শুধু ভারতীয় বংশদ্ভুতরাই না, চীনের বিরুদ্ধে এই অভিযানে তিব্বত আর তাইওয়ানের মানুশেরাও রাস্তায় নামল।
শুক্রবার একদিকে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আচমকাই লাদাখ (Ladakh) সফরে গিয়ে ভারতীয় সেনা জওয়ানদের (Indian Army) মনোবল বাড়ালেন। তখন আরেকদিকে আমেরিকার নিউইর্কে চীনের বিরুদ্ধে বড়সড় প্রদর্শন হয়ে গেলো। নিউইর্কের টাইমস স্কয়ারে ভারতীয়-আমেরিকান বংশদ্ভুত, তিব্বতের বংশদ্ভুত আর তাইওয়ান-আমেরিকান বংশদ্ভুতরা চীনের (China) বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন।
USA: Members of the Indian-American community, Tibetan community and Taiwanese-American community stage a demonstration at Times Square in New York, against China. The protestors also demanded for the boycott of Chinese products. pic.twitter.com/dQDLEs0ZkF
— ANI (@ANI) July 4, 2020
https://platform.twitter.com/widgets.js
প্রদর্শনকারীরা মানুষের কাছে চীনের পণ্য বহিষ্কার করার আবেদন করেন। এর সাথে সাথে ওনারা বয়কট চাইনারও স্লোগান দেন। প্রদর্শনকারীরা চীনের সাথে সমস্ত ব্যাবসায়িক সম্পর্ক ছিন্ন করার দাবি তোলেন। এর সাথে সাথে তিব্বতের পূর্ণ স্বাধীনতারও দাবি তোলেন।
from India Rag https://ift.tt/2YXufgX
Bengali News