ভারতের দিন প্রতিদিন শক্তিশালী হয়ে ওঠা অন্যান্য দেশের জন্য বড় সমস্যা তৈরী হয়ে উঠছে। তাতে সেটা পাকিস্থান হোক বা চীন, আমেরিকা। অবশ্য ভারত নিজের অবস্থান এমনভাবে তৈরি করছে যে কোনো দেশ ভারতকে ভয়ভীত করতে পারবে না। সম্প্রতি ভারত এমন এক ব্রহ্মাঅস্ত্র তৈরি করছে যা দেখে পুরো বিশ্ব কেঁপে উঠছে। এই অস্ত্রের নাম কালী 5000 তথা কিলো এম্পিয়ার লিনিয়ার ইনজেক্টর। এই অস্ত্র ভবিষ্যতে যুদ্ধের সমস্থ রূপকেই বদলে দেবে। এই ব্রহ্মাঅস্ত্র এতটাই ভয়ানক যে পুরো বিশ্ব এই অস্ত্রের বিষয়ে জানার জন্য উৎসুক রয়েছে। যদিও ভারত সরকার এই অস্ত্রের বিষয়ে বেশিকিছু তথ্য সার্বজনীক না করার সিধান্ত নিয়েছে।
মোদী সরকার খুবই সিক্রেট মিশনের ভিত্তিতে এই অস্ত্র তৈরি করছে। ২০১৫ সালে কংগ্রেস এই কালী 5000 এর বিষয়ে জানার জন্য সাংসদে মোদী সরকারের উপর প্রশ্ন তুলেছিল। সেই সময় মনোহর পারিকর এই গোপন অস্ত্রের ব্যাপারে জানতেন অস্বীকার করেন। পরমাণুর থেকেও ভয়ানক এই অস্ত্র ভারতের প্রাচীনতম হিন্দু গ্রন্থ বিষ্ণু পুরানের উপর রিসার্চ করে তৈরি করা হচ্ছে বলে অনেকে মন্তব্য করেছেন।
কালীর দ্বারা অদৃশ লেজার আক্রমন করা সম্ভব যার মাধ্যমে আকাশেই শত্রু পক্ষের মিসাইল, বিমানের মতো হাতিয়ারকে নষ্ট করে দেওয়া সম্ভব হবে। শুধু এই নয়, লড়াকু বিমান, মহাকাশের কৃত্রিম উপগ্রহকেও এক ঝটকায় ছাই করে দিতে সক্ষম হবে এই অস্ত্র। DRDO এবং ভাবা এটোমিক রিসার্চ সেন্টার যৌথভাবে দেবী কালীর নামে এই অস্ত্র তৈরি করছে।

from India Rag https://ift.tt/3j9U9Gl
Bengali News