নয়া দিল্লীঃ কেন্দ্রীয় মন্ত্রী (Central Minister) তথা প্রাক্তন সেনা প্রধান জেনারেল ভিকে সিং (VK Singh) শনিবার এক চাঞ্চল্যকর তথ্য সামনে আনেন। তিনি জানান ভারতও চীনের সেনাদের বন্দি বানিয়ে রেখেছিল। আর দুই দেশ একে অপরের জওয়ানদের মুক্তি দেয়। উনি দাবি করেন বলেন, চীনের দ্বিগুণ সেনা নিকেশ হয়েছে। জেনারেল ভিকে সিং একটি বেসরকারি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বলেন, একটি সংঘর্ষে আমরা চীনের সেনাকে আটক করেছিলাম, পরে তাদের মুক্ত করে দিই।
উনি বলেন, চীন কখনো বলবে না যে ওঁদের কতজন সেনা জওয়ান মারা গেছে। ওঁরা ১৯৬২ এর যুদ্ধেও সংখ্যা বলেনি। আর এবারও হতাহতের সংখ্যা প্রকাশ করেছি। জেনারেল ভিকে সিং গুগল ম্যাপের সাহায্য নিয়ে বলেন, গালওয়ান উপত্যকায় ভারতের কাছে যেই এলাকা ছিল, আজও সেটা ভারতেরই দখলে আছে। পরিস্থিতি আগের মতই আছে, কিছুই বদলায় নি।
উনি বলেন, গালওয়ান উপত্যকায় দুই সেনার বিবাদের মূল হল পেট্রোল পয়েন্ট ১৪, উপত্যকার একটি অংশ চীন ১৯৬২ থেকে দখল জমিয়ে বসে আছে।
from India Rag https://ift.tt/2YkL4lC
Bengali News