লখনউঃ যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) নেতৃত্বাধীন উত্তর প্রদেশের যোগী সরকার (Yogi Government) গরু জবাই আইনকে (Cow Slaughter Law) আরও মজবুত বানাতে ১৯৫৫ এর আইনকে সংশোধন করার প্রস্তাবকে মঞ্জুরি দিয়েছে।
রাজ্যের মুখ্য সচিব অবনিশ কুমার অবস্থি বলেন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Aditynath) নেতৃত্বে ওনার সরকারি আবাসে হওয়া ক্যাবিনেটের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উনি জানান, এই আইনে গোহত্যা করলে এবার থেকে ১০ বছরের জেল আর পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হবে।
from India Rag https://ift.tt/3cM118f
Bengali News