স্টাফ রিপোর্টঃ প্রাক্তন পাকিস্তানি (Pakistan) ক্রিকেটার শাহিদ আফ্রিদির (Shahid Afridi) শরীরে ধরা পড়ল করোনা ভাইরাস। ৪০ বছর বয়সী এই অলরাউন্ডার নিজের ট্যুইটার অ্যাকাউন্ট দিয়ে এই তথ্য শেয়ার করেন। আফ্রিদি ট্যুইট করে লেখেন, ‘আমি বৃহস্পতিবার থেকেই অসুস্থ। আমার গোটা শরীরে ভীষণ ব্যাথা করছে। আমার করোনা পরীক্ষা করা হয়েছে আর দুর্ভাগ্য হল, সেই রিপোর্ট পজেটিভ এসেছে। দ্রুত যাতে আমার শরীর সুস্থ হয়ে ওঠে, সেই জন্য প্রার্থনা করুন। ইনশাআল্লাহ।”
I’ve been feeling unwell since Thursday; my body had been aching badly. I’ve been tested and unfortunately I’m covid positive. Need prayers for a speedy recovery, InshaAllah #COVID19 #pandemic #hopenotout #staysafe #stayhome
— Shahid Afridi (@SAfridiOfficial) June 13, 2020
https://platform.twitter.com/widgets.js
আপনাদের জানিয়ে দিই, প্রাক্তন এই পাকিস্তানি অলরাউন্ডার দেশে করোনার ছড়িয়ে পড়ার পর অনেক জায়গায় গিয়ে ত্রাণ বিতরণ করেছেন। এমনকি পাকিস্তানের এক হিন্দু মন্দিরে গিয়ে তিনি হিন্দুদের ত্রাণ সামগ্রী বিতরণ করেছিলেন। আর সেই ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছিলেন। এছাড়াও তিনি পাকিস্তানের সিন্ধু প্রান্তে গিয়ে ত্রাণ বিতরণ করেন এবং সেখানে ছোটখাট সভাও করেন।
বিশেষজ্ঞদের অনুমান, এই মহাসঙ্কটের সময় বারবার এদিক ওদিক ঘুরে বেরানর কারণেই ওনার শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। এছাড়াও তিনি ইদানিং খুব চর্চায় আছেন। কারণ সম্প্রতি ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে তিনি কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন।
সম্প্রতি তিনি পাকিস্তান অধিকৃত কাশ্মীরে গিয়ে ভারতের প্রতি বিষ উগড়ে দিয়েছিলেন। শুধু ভারতই না উনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিও বিষ উগড়ে দিয়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে চলে এসেছিলেন। আর এবার ওনার শরীরে করোনা ভাইরাস ধরা পড়ার পর আবারও শিরোনামে এলেন।
from India Rag https://ift.tt/30JBB97
Bengali News