ডাক্তার, নার্স সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা এখন দেশের জন্য প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছেন। দেশব্যাপী সমস্ত মানুষ এই করোনা যোদ্ধাদের মনবল বৃদ্বি করতে নানা রকম উদ্যোগও নিচ্ছেন। তবে করোনা ভাইরাসের সাথে লড়াই করার সাথে সাথে এখন নার্স ও ডাক্তারদের উন্মাদী কট্টরপন্থী ভাইরাসের সাথেও লড়াই করতে হচ্ছে। কাল পর্যন্ত খবর আসছিল যে, তাবলীগ জামাত ডাক্তার ও নার্সদের উপর থুতু দিচ্ছে এবং যা খুশি খাবারের দাবি করছে। একইসাথে তাবলীগ জামাতের উন্মাদীরা ভাইরাস ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। ডাক্তার ও নার্সেরা এই কারণে সরকারের কাছে আবেদন করেছিল তাদের জন্য সুরক্ষা প্রদান করা হয়।
তবে এখন তাবলীগ জামাতের এমন এমন কর্মকান্ড সামনে আসছে যা পুরো দেশবাসীকে ক্রোধিত করবে। খবর আসছে, তাবলীগ মুসলিমরা নার্সদের সাথে অভদ্রতামি করছে। কট্টরপন্থীরা নিজেদের প্যান্ট খুলে নার্সদের নোংরা ইশারা করছে এবং নিজেদের গুপ্তাঙ্গকে ধরে বাজে বাজে মন্তব্য করছে।
আর এসমস্থ কিছুর কারণে হাসপাতালে কাজ করা নার্সদের জীবন নরকে পরিণত হয়েছে। একই সাথে তাবলীগ গুন্ডারা হাসপাতালের মধ্যে জোরে জোরে বাজে ভাষায় গান করছে বলেও জানা যাচ্ছে। এ সমস্থ ঘটনা গাজিয়াবাদের MMG হাসপাতালে হয়েছে বলে খবর আসছে।
निजामुद्दीन के मरकज वाले हॉस्पिटल मे बगैर पेंट घूमते हे, नर्स के सामने अश्लील हरकते करना, इधर उधर घूमना ये हरकते गाजियाबाद के इसोलेसन सेंटर मे हुई @narendramodi @AmitShah @sambitswaraj @JPNadda @amitmalviya pic.twitter.com/MD5Dlubdk9
— Ashish Mehta (@NAME_is_AK) April 2, 2020
https://platform.twitter.com/widgets.js
চীফ মেডিক্যাল অফিসার নিজে পুলিশের কাছে লিখিতভাবে অভিযোগ করেছেন। উনি জানিয়েছেন, তাবলীগ জামাতের গুন্ডাদের কারণে নার্সদের এখানে কাজ করা অসম্ভব হয়ে উঠেছে। তাবলীগ জামাতের লোকজনকে হাসপাতালে আনা হয়েছিল চিকিৎসা করানোর জন্য। কিন্তু কট্টরপন্থীরা যেভাবে হাসপাতালের মধ্যে উৎপাত শুরু করেছে তা প্রশাসনের জন্য বড়ো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়ে। জানিয়ে দি, কট্টরপন্থীরা করোনা ভাইরাসকে নিজেদের মতো করে আতঙ্কবাদ ছড়াতে কাজে
from India Rag https://ift.tt/2xFzKFH
Bengali News