নয়া দিল্লীঃ দিল্লীর নিজামুদ্দিনে (nizamuddin) তাবলীগ জামাতে (Tablighi Jamaat) অংশ নেওয়া, রোগ অথবা বিদেশ সফরের তথ্য যারা লোকাচ্ছে তাঁদের হিমাচল প্রদেশের ডিজিপি (DGP) সীতারাম মারডি (Sitaram Maradi) আল্টিমেটাম দিয়ে দিলেন। ডিজিপি পরিস্কার জানিয়ে দেন যে, আজ বিকেল পাঁচটার মধ্যে যেকোন পরিস্থিতিতে সম্পূর্ণ তথ্য পুলিশ, স্বাস্থ বিভাগ অথবা জেলা প্রশাসনের কাছে দিতে হবে। যদি এই সময়ের মধ্যে তথ্য না দেওয়া হয়, তাহলে তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টা করার মামলা দায়ের হবে। ডিজিপি ভিডিও জারি করে এই হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য, দিল্লীর মরকজ এর ঘটনার পর থেকে হিমাচল সমেত গোটা দেশে প্রচুর পরিমাণে মানুষের মধ্যে করোনা পজিটিভ মামলা সামনে এসেছে। হিমাচলে এখনো পর্যন্ত তাবলীগের সাথে যুক্ত ছয়জনের মধ্যে করোনা ভাইরাস পাওয়া গেছে। এদের মধ্যে কেউই পুলিশ, প্রশাসনের সাথে যোগাযোগ করেছিল না। এদের সবাইকে চিরুনি তল্লাশি করে খুঁজে বের করে পুলিশ।
পুলিশ এখনো পর্যন্ত তথ্য লোকানর জন্য মহামারী আইন অনুযায়ী ৮৫ জনের বিরুদ্ধে ১৭ টি মামলা দায়ের করেছে। কিন্তু এখনো জামাতিরা সামনে এসে তথ্য শেয়ার করছে না। মানুষের এই অসাবধানতার পর ডিজিপি বলেন, বিকেল পাঁচটার পর পুলিশ যদি এমন কাউকে খুঁজে বের করে যে তাবলীগে অংশ নেওয়ার পরেও কাউকে জানায়নি, তাহলে তাঁর বিরুদ্ধে হত্যার চেষ্টা করার মামলা দায়ের করা হবে। ডিজিপি বলেন, সবাইকে বারবার বলা স্বত্বেও কেউ সামনে এসে তথ্য দিচ্ছে না।
উনি জানান, এরকম ইচ্ছাকৃত ভাবে তথ্য লোকালে অন্যান্য মানুষদের প্রাণ নিয়ে টানাটানি পড়ে যাবে। আর এই জন্যই তাঁদের বিরুদ্ধে মহামারী আইন অনুযায়ী আইপিসি ধারা ৩০৭ আর ৩০২ এর অধীনে মামলা দায়ের করা হবে। আপনাদের জানিয়ে দিই, এখনো পর্যন্ত হিমাচল প্রদেশে ২৫০ এর বেশি জামাতিকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এরপরেও আরও ২৫০ জামাতি রাজ্যে লুকিয়ে আছে বলে আশঙ্কা জাহির করা হচ্ছে।
from India Rag https://ift.tt/2x777kG
Bengali News