-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

করোনার বিরুদ্ধে লড়াইয়ে পাঁচ বছরের বেতন দানের ঘোষণা করলেন বিজেপির সাংসদ রবি কিষণ

- April 07, 2020

নয়া দিল্লীঃ উত্তর প্রদেশের (Uttar Pradesh) গোরখপুর (Gorakhpur) থেকে বিজেপির (Bharatiya Janata Party) সাংসদ তথা অভিনেতা রবি কিষণ (Ravi Kishan) করোনার বিরুদ্ধে লড়াইয়ে পাঁচ বছরের বেতন আর সাংসদ কোষ দেওয়ার ঘোষণা করেছেন। রবি কিষণ এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) একটি চিঠি লিখেছেন। আপনাদের জানিয়ে দিই, ক্যাবিনেটের সমস্ত সদস্যরা এক বছরের বেতনে ৩০ শতাংশ কম আর দুই বছরের সাংসদ নিধির টাকা করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। রবি কিষণ কেন্দ্রীয় ক্যাবিনেটের এই সিদ্ধান্তে খুশি জাহির করে নিজের পাঁচ বছরের সম্পূর্ণ বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে রবি কিষণ সাংসদ নিধির দেড় কোটি আর নিজের এক মাসের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়ে দিয়েছিলেন। করোনার বিরুদ্ধে লড়াইয়ে রবি কিষণের এই সিদ্ধান্তকে সবাই স্বাগত জানিয়েছে। সবাই রবির প্রশংসা করছেন। আপনাদের জানিয়ে দিই, রবি কিষণ এই প্রথমবার সাংসদ হয়েছেন। তিনি গোরখপুরে যোগী আদিত্যনাথের আসন থেকে এবারের লোকসভা নির্বাচনে লড়াইয়ে নেমেছিলেন।

প্রথমবার গোরখপুরের আসন থেকে নির্বাচনে লড়াই করা রবি কিষণ বিপুল সংখ্যাগরিষ্ঠতার সাথে জয় হাসিল করে লোকসভায় পৌঁছেছেন। বিজেপিতে যোগ দেওয়ার আগে রবি কিষণ কংগ্রেসে ছিলেন। সব ভোজপুরী অভিনেতাদের মতই রবি কিষণও বিজেপির হাত ধরেছিল। আর আজ তিনি হাইপ্রোফাইল আসন থেকে সাংসদ হয়ে দেশের প্রতিনিধিত্ব করছেন।

ভোজপুরী সিনেমায় অভিনয় করার আগে রবি কিষণ বলিউডে অনেক কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। রবি কিষণ অমিতাভ বচ্চন, শাহরুখ খান আর অক্ষয় কুমারের মতো সুপারস্টারদের সাথে বলিউডে বেশ কয়েকটি নামীদামী সিনেমা করেছেন। রবি কিষণকে ভোজপুরী সিনেমার শাহরুখ খানও বলা হয়।



from India Rag https://ift.tt/2xUledh
Bengali News
 

Start typing and press Enter to search