-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ভিডিওঃ সুরক্ষা কিট চাওয়ায় পাকিস্তানে ডাক্তারদের বেধড়ক মার পুলিশের! পরে করা হল গ্রেফতার

- April 07, 2020


ওয়েব ডেস্কঃ পাকিস্তানের (Pakistan) বালোচিস্তান (Balochistan) প্রান্তে সোমবার সরকারি হাসপাতালে করোনা ভাইরাসের (Coronavirus) চিকিৎসা করার ডাক্তাররা সুরক্ষার উপকরণ উপলব্ধ নেই বলে প্রদর্শন করে। এরপর পাকিস্তান পুলিশ তাঁদের উপর লাঠিচার্জ করে আর গ্রেফতার করে। পুলিশের এই অমানবিক চেহারা দেখে ডাক্তাররা ডাক্তারি ছাড়ার হুমকি দেন। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা করা ১৩ জন ডাক্তার এই মারক ভাইরাসে আক্রান্ত হওয়ার পর যুব ডাক্তার আর প্যারামেডিকেল কর্মীরা কোয়েটাতে প্রদর্শনের আহ্বান করেন।

স্বাস্থকর্মীদের দাবি ছিল, হাসপাতালে সুরক্ষা উপকরণ যেন উপলব্ধ করানো হয়। কোয়েটার পুলিশ প্রধান আবদুল রাজ্জাক চীমা স্বীকার করেন যে, প্রদর্শনে হিংসাত্মক রুপ নেওয়ার জন্য ডাক্তার এবং প্যারামেডিকেলের কয়েকজনকে গ্রেফতার করা হয়। যদিও তিনি ঠিক কজনকে গ্রেফতার করা হয়েছে জানান নি। সংবাদদাতা সন্মেলনে ইয়ং ডাক্তার অ্যাসোসিয়েশান, বালোচিস্তানের পধান ইয়াসির অচকজাই বলেন, প্রদর্শনকারী ডাক্তাররা সুরক্ষা উপকরণের দাবিতে কোয়েটায় সিভিল হাসপাতাল থেকে মুখ্যমন্ত্রীর সচিবালয় পর্যন্ত বিরোধ মার্চ করেন।

ইয়াসির বলেন, পুলিশ ওই ডাক্তারদের উপর লাঠি চার্জ করে আর ডজন খানেক ডাক্তারকে গ্রেফতার করে। উনি যুব ডাক্তার দ্বারা হাসপাতালে পরিষেবার বহিষ্কার করার ঘোষণা করেন। ইয়াসির বলেন, পুলিশের অমানবিক কাজের পর আমরা সমস্ত পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।

https://platform.twitter.com/widgets.js

বালোচিস্তানে করোনা ভাইরাসের এখনো পর্যন্ত ১৯২ টি মামলা সামনে এসেছে। ইয়াসির বলেন, সরকারি হাসপাতালে সুরক্ষার উপকরণ যদি শীঘ্রই উপলব্ধ না করানো হয়, তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে। পাকিস্তানে করোনা ভাইরাসের কারণে এখনো পর্যন্ত ৫২ জনের প্রাণ গেছে।



from India Rag https://ift.tt/2xWdJm6
Bengali News
 

Start typing and press Enter to search