-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

মসজিদে পড়া হচ্ছিল নামাজ, পুলিশ ঘটনাস্থলে পৌঁছান মাত্র কট্টরপন্থীরা করে প্রাণঘাতী হামলা

- April 02, 2020

আলীগড়ঃ দেশজুড়ে পুলিশ মানুষকে করোনা থেকে বাঁচাতে রাতদিন এক করে দিচ্ছে। কিন্তু অনেক জায়গায় মানুষ শুধু আইনই ভাঙছে না, লকডাউনকেও অমান্য করছে। এর সাথে সাথে পুলিশের উপরে হামলাও করা হচ্ছে। উত্তর প্রদেশের আলীগড় আর মুজফফরনগরে পুলিশের টিমের উপর হামলা হয়েছে। এই হামলায় সাব ইনস্পেক্টর আর দুজন কনস্টেবল আহত হয়েছেন।

সাঙ্কেতিক ছবি

আলীগড়ে বৃহস্পতিবার এক মসজিদে নামাজ পড়ার সূচনা পাওয়ার পর পুলিশ সেখানে পৌঁছায়। পুলিশকর্মী যখন মানুষকে বোঝাতে যায়, তখন তাঁরা পুলিশের উপর হামলা করে আর পাথর ছুঁড়ে মারে। পুলিশ সেখান থেকে পালিয়ে নিজের জীবন বাঁচায়। এর সূচনা পাওয়ার পর থানা ফোর্সের সাথে প্রচুর পুলিশ সেখানে পৌঁছায় আর তিনজনকে গ্রেফতার করে।

থানার ইনচার্জ পঙ্কজ শ্রীবাস্তব মার্চ করে মানুষকে বোঝায় যে, পুলিশ প্রশাসন লাগাতার জনতার সমস্যাকে মাথায় রেখে তাঁদের সাহায্য করছে, কিন্তু যদি এরকম মারপিটের ঘটনা পাবলিক করতে থাকে তাহলে সেটি সহ্য করা হবেনা। যে এই কাজ করবে, তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

FIle Pic

আরেকদিকে, মুজফরনগরে লডাউনের সময় হাঙ্গামা সৃষ্টি হয়। সেখানে একত্রিত হওয়া জনতাকে পুলিশ বোঝাতে গেলে সাব ইনস্পেক্টর আর দুই কনস্টেবলকে লাঠি দিয়ে মারা হয় আর আহত পুলিশকর্মীদের উপর পাথর ছোঁড়া হয়। শোনা যাচ্ছে যে, প্রাক্তন প্রধান নাহর সিং এর বাড়ির বাইরে একত্রিত মানুষ পুলিশের উপর প্রাণঘাতী হামলা করে।



from India Rag https://ift.tt/2wP6Xi4
Bengali News
 

Start typing and press Enter to search