নয়া দিল্লীঃ করোনা ভাইরাসের (Coronavirus) বিরুদ্ধে লড়াইয়ে গোটা ভারত এক হয়েছে। এই মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে দেশের জনতা সরকারকে আর্থিক সাহায্য করছে। সরকার দ্বারা এর জন্য পিএম কেয়ার্স (PM Cares) ফান্ড গঠন করেছে। ওই ফান্ডে দেশের আম জনতা, শিল্পপতি, ব্যবসায়ী, ক্রিকেটার, অভিনেতা অভিনেত্রী সমেত রাজনৈতিক নেতারাও দান করছেন। এবার এই ফান্ডে দান করল শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট।
করোনা ভাইরাসের বিরুদ্ধে এই লড়াইয়ে PM CARES ফান্ডে ১১ লক্ষ টাকা দান করল শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট (sri ram janmabhoomi teerth kshetra trust) । আপানদের জানিয়ে দিই, অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য এই ফান্ড গঠন করা হয়েছে। আর এবার সেই ফান্ড থেকেই করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য দান করা হল।
from India Rag https://ift.tt/2V98fMC
Bengali News