-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

দিল্লীতে রোজ ১.৩ লক্ষ দিনমজুর এবং অভাবী মানুষদের খাওয়ার বিতরণ করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ

- April 04, 2020

করোনাভাইরাসের (Coronavirus) কারণে জারি লকডাউনে (Lockdown) অভাবী মানুষদের জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘও (Rashtriya Swayamsevak Sangh) মাঠে নামল। সঙ্ঘের স্বয়ংসেবকরা রাষ্ট্রীয় রাজধানী দিল্লীতে (Delhi) প্রতিদিন আহারের জন্য ১.৩ লক্ষ প্যাকেট বিতরণ করছে। সঙ্ঘের দিল্লী ইউনিটের মহাসচিব ভরত আরোড়া শনিবার এই কথা জানান। আরোড়া বলেন, সঙ্ঘের স্বয়ংসেবকরা দিন মজুর এবং গরিবদের এখনো পর্যন্ত ৪৭ হাজার প্যাকেট বিতরণ করে ফেলেছে।

করোনা ভাইরাসের সঙ্কটের কারণে লাগু করা দেশব্যাপী লকডাউনের মধ্যে আরএসএস দেশের রাজধানীতে অভাবী মানুষদের খাওয়া এবং চিকিৎসার সহায়তা উপলব্ধ করানোর জন্য হেল্পলাইন নম্বর শুরু করেছে। এর সাথে সাথে সঙ্ঘ মানুষদের সাহায্যের জন্য অনেক কাজও করছে। আরোড়া বলেন, স্বয়ংসেবকরা সেক্স ওয়ার্কারদেরও খাদ্য সামগ্রী বিতরণ করছে। প্রতিটি অভাবী মানুষের কাছে প্রাথমিক সুবিধা পাইয়ে দেওয়ার জন্য সঙ্ঘ প্রতিবদ্ধ বলে জানান তিনি।

RSS এর পদাধিকার জানান, প্রশাসনের অনুমতি প্রাপ্ত করার পর সঙ্ঘ ৪ হাজার ৫০০ স্বয়ংসেবকদের প্রতিদিন কাজ করাচ্ছে। উনি জানান, স্বয়ংসেবকরা প্যাকেট বিতরণ করার আর রান্না করার সময় সবরকম সাবধানতা বজায় রাখছে।

আরেকদিকে, আজ দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল বলেন, দিল্লীতে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা বেড়ে ৩৮৬ হয়ে গেছে। এদের মধ্যে ২৫৯ জন নিজামুদ্দিন মরকজে তাবলীগ এর জামাতে অংশ নিয়েছিল। উনি বলেন, বিগত ২৪ ঘণ্টায় রাজধানী দিল্লীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনও তাবলীগ জামাতে অংশ নেওয়া সদস্য ছিল।



from India Rag https://ift.tt/2X9B1Qc
Bengali News
 

Start typing and press Enter to search