নয়া দিল্লীঃ উত্তর প্রদেশের (Uttar Pradesh) রাজধানী লখনউ (Lucknow) এর চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক এয়ারপোর্ট (Chaudhary Charan Singh Airport) বিশ্ব স্তরে নাম তুলে নিলো। এই এয়ারপোর্টে ৫০ লক্ষ থেকে ১.৫ কোটি যাত্রী ক্ষমতার শ্রেণীতে উন্নত কাস্টমার সার্ভিস মামলায় এশিয়ার মধ্যে প্রথম স্থান দখল করেছে।
Congratulations to @aailkoapt, @HLP_AP2, Hohhot Baita International Airport, @upg_ap1 & @BPN_Airport on your #ASQAwards! https://t.co/lUiHViJUHF pic.twitter.com/RGwKvNIjWa
— ACI World (@ACIWorld) March 9, 2020
https://platform.twitter.com/widgets.js
এই উপলব্ধির পর এসিআই (ACI) ট্যুইট করে লখনউ এয়ারপোর্টকে শুভেচ্ছা জানিয়েছে। এর সাথে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াও এই উপলব্ধি ট্যুইট করে শেয়ার করেছে।
লখনউ এয়ারপোর্টকে এসিআই (এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশানাল) এর তরফ থেকে এই বছরের র্যাংকিংয়ে এশিয়া প্যাসিফিকে প্রথম পুরস্কার দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে দিই, এই সংস্থা যাত্রীদের ফিডব্যাক অনুযায়ী র্যাংকিং নির্ধারিত করে। এই সংস্থার র্যাংকিং এ চৌধুরী চরণ সিং এয়ারপোর্টকে প্রথম নম্বরে রাখা হয়েছে। দ্বিতীয় নম্বরে জাকার্তার একটি বিমানবন্দর, তৃতীয় নম্বরে চীনের একটি বিমানবন্দর আর চতুর্থ নম্বরে ইন্দোনেশিয়ার একটি বিমানবন্দরকে রাখা হয়েছে।
যদিও এটা প্রথম না যে, লখনউ এয়ারপোর্ট প্রথম স্থান পেলো। এর আগে তিনবার লখনউ এয়ারপোর্ট প্রথম স্থান দখল করে নিয়েছিল। লখনউ বিমানবন্দরের ডাইরেক্টর একে শর্মা বলেন, আমাদের বিমানবন্দরকে এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশানাল নিজেদের সমীক্ষায় বেস্ট কাস্টমার সার্ভিস, বেস্ট এয়ারপোর্ট ইন ইনফ্রাস্ট্রাকচার এবং আরও কিছু উন্নত পরিষেবার জন্য প্রথম স্থান দিয়েছে।
from India Rag https://ift.tt/38Qjqis
Bengali News