নয়া দিল্লীঃ দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সরকারি কর্মচারিরা এবার আর পাসপোর্ট (Passport) বানাতে পারবে না। সরকারি আদেশ অনুযায়ী, যদি কোন সরকারি কর্মচারীকে দুর্নীতির অভিযোগে সাসপেন্ড করা হয়ে থাকে, অথবা তাঁর বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি দেওয়া হয়েছে তাহলে সে আর পাসপোর্ট বানাতে পারবে না। কার্মিক মন্ত্রালয়, বিদেশ মন্ত্রালয় আর কেন্দ্রীয় সতর্কতা কমিশনের সাথে মিলে বর্তমান দিশা নির্দেশের সমীক্ষা করার পর এই সিদ্ধান্ত নিয়েছে।
কার্মিক মন্ত্রালয় দ্বারা কেন্দ্র সরকারের সমস্ত বিভাগের সচিবদের জারি করা আদেশ অনুযায়ী, দুর্নীতিতে অভিযুক্ত সরকারি কর্মচারীদের পাসপোর্ট জারি করা যাবেনা। যদি কোন আধিকারিক সাসপেন্ড হয়ে থাকেন, অথবা তাঁর বিরুদ্ধে আদালতে চার্জশিট দায়ের হয়েছে, তাহলে সতর্কতা কমিশন অসম্মতি জারি করতে পারে।
আদেশ অনুযায়ী, সরকারি বাবুদের পাসপোর্ট সতর্কতা কমিশন তখনও আটকাতে পারে, যখন অধিদপ্তর দুর্নীতি দমন অধিনিয়ম অথবা অন্য কোন অপরাধিক মামলায় মোকদ্দমা চালানোর মঞ্জুরি দিয়েছে অথবা আদালতে এই বিষয়ে মামলা চলছে।
এছাড়াও সমস্ত বিভাগকে এটা তদন্ত করতে বলা হয়েছে যে, তাঁদের দপ্তরে কাজ করা সরকারি বাবুরা ভারতীয় পাসপোর্ট বানানোর জন্য পাসপোর্ট নিয়ম ১৯৬৭ এর ধারা ৬ (২) মেনে চলছে কি না। প্রশাসনকে এই আইন আবেদককে পাসপোর্ট না দেওয়ার অধিকার দেয়। যদি ভারতের বাইরের তাঁর উপস্থিতি কোন দেশের সাথে ভারতের মৈত্রীপূর্ণ সম্বন্ধকে প্রভাবিত করে, অথবা কেন্দ্র সরকার যদি ভাবে যে, আবেদকের যাত্রার কাগজপত্র ঠিক নেই, তাহলেও তাঁকে পাসপোর্ট দেওয়া হবেনা।
from India Rag https://ift.tt/2xcUkgk
Bengali News