নয়া দিল্লীঃ আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এর আয়োজন এবার লেহ (Leh) লাদাখে হবে। আর এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) লেহতে উপস্থিত থাকবেন। লেহ, লাদাখে এই আয়োজন নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গেছে। আপনাদের জানিয়ে দিই, প্রতি বছর ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়।
জম্মু কাশ্মীর থেকে আর্টিক্যাল ৩৭০ তুলে দেওয়ার পর আর লাদাখকে কেন্দ্র শাসিত রাজ্যের তকমা দেওয়ার পর এটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম লাদাখ সফর। উল্লেখ্য, গত বছর ৫ই আগস্ট কেন্দ্র সরকার জম্মু কাশ্মীর থেকে বিশেষ রাজ্যের তকমা তুলে নিয়ে জম্মু কাশ্মীরকে কেন্দ্র শাসিত রাজ্যে পরিণত করেন।
উল্লেখ্য, প্রথম যোগ দিবস ২১ জুন ২০১৫ তে পালিত হয়েছিল। যোগ দিবসের হয়ে তদারকি করে ২৭ সেপ্টেম্বর ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংযুক্ত রাষ্ট্রের মহাসভায় ভাষণ দিয়েছিলেন।
from India Rag https://ift.tt/2w4usTN
Bengali News