-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

জেলে আজম খানকে দেওয়া হলো ঝাড়ু দেওয়া ও চুল কাটার কাজ: যোগী আদিত্যনাথ দিল বড়ো ঝটকা

- March 03, 2020

সমাজবাদী পার্টির নেতা ও উত্তরপ্রদেশে মুসলিমদের পক্ষপাতী হিসেবে পরিচিত আজম খানের (Ajam khan) উপর এবার কড়া লাগাম পড়তে শুরু হয়েছে। যোগী সরকার ক্ষমতায় আসার পর থেকেই উত্তরপ্রদেশের গুন্ডা, অপরাধীদের দমনে ব্যাপক অভিযান চালিয়েছে। তবে সমস্থ গুন্ডা, মাফিয়া ও অপরাধীদের মাথা হিসেবে আজম খানের মতো রাজনৈতিক নেতাদের দাবি করা হতো। এখন এই সমস্থ রাজনৈতিক নেতাদের উপরেও চাবুকের মার দিচ্ছে যোগী সরকার।

কিছুদিন আগেই আজম খানকে তার বিবি, মেয়ে সহ জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আজম খানকে তার পরিবার সহ সীতাপুর জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর এখন সীতাপুর জেলে আজম খানের যে অথিতি আপ্যায়ন হচ্ছে তা দেখার মতো।

প্রথমত জানিয়ে দি, জেলের মধ্যে অপরাধীদের বিভিন্ন ধরনের কাজ দেওয়া হয়। অপরাধীদের যোগ্যতা অনুযায়ী কাজ দেওয়া হয়। আজম খানকেও তার যোগ্যতা অনুযায়ী কাজ দেওয়া হয়েছে। আজম খানকে জেলের মধ্যে ঝাড়ু দেওয়ার কাজ দেওয়া হয়েছে। ঝাড়ু, নোংরা পরিষ্কার করা ছাড়াও চুল কাটার কাজ দেওয়া হয়েছে আজম খানকে।

জেলের একটা বড়ো অংশকে এবার আজম খান ঝাড়ু দেবে এবং বাকি অপরাধীদের চুল কাটবেন। জানিয়ে দি, আজম খানের উপর বহু ধারার মামলা রয়েছে। ভূমি মাফিয়া করার অভিযোগ থেকে শুরু করে জালি ডকুমেন্ট তৈরির অভিযোগেও আজম খান অভিযুক্ত রয়েছে। রামপুরের কৃষকদের জমিকে আজম খান অবৈধভাবে কব্জা করেছিল বলেও অভিযোগ উঠেছিল। বিরোধীরা অভিযোগ তুলেছেন যোগী আদিত্যনাথ তার ব্যক্তিগত প্রতিশোধ তোলার জন্য এসব করাচ্ছেন।



from India Rag https://ift.tt/2uPyDCd
Bengali News
 

Start typing and press Enter to search