নয়া দিল্লীঃ আমেরিকার (USA) রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) গত মাস নিজের ভারত সফর নিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ওনার খুব ভালো বন্ধু আর ভারতে কাটানো প্রতিটি মুহূর্ত খুব ভালো ছিল। আপনাদের জানিয়ে দিই ট্রাম্প ২৪ থেকে ২৫ ফেব্রুয়ারি নিজের প্রথম ভারত সফরে এসেছিলেন। আর এই অবসরে ওনার সাথে আমেরিকার ফার্স্টলেডি মেলোনিয়া ট্রাম্প এবং ওনার মেয়ে ইভাঙ্কা ভারতে এসেছিলেন।
ভারত সফরের সময় রাষ্ট্রপতি ট্রাম্প নিজের পরিবার এবং প্রতিনিধিমণ্ডলের সাথে আহমেদাবাদ, আগরা আর নয়া দিল্লীর যাত্রা করেন। ট্রাম্প হোয়াইট হাউসে সংবাদ মাধ্যমকে জানান, ভারতে তিনি খুব ভালো সময় কাটিয়েছেন। দুই দিনই ভারতে ভালো কাটিয়েছেন তিনি, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওনার খুব ভালো বন্ধু বলে জানান তিনি।
উনি বলেন, গোটা ভারত মোদীর ফ্যান আর এই কারণে যখন ওনারা স্টেডিয়ামে ছিলেন তখন চারিদিকে মোদী মোদী স্লোগান দেওয়া হচ্ছিল। আমার ওনার সাথে থাকতে খুব ভালো লেগেছে, রাষ্ট্রপতি একটি প্রশ্নের উত্তর বলেন, আমরা সবরকম ইস্যু নিয়ে কথা বলেছি।
এর আগেও ডোনাল্ড ট্রাম্প ভারত এবং প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করেছেন। উনি আমেরিকায় একটি জনসভাতে ভারত সফরের কথা উল্লেখ করে বলেছিলেন, ভারতে আমাকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ এসেছিল, আর এখানে মাত্র ১৫ হাজার।
from India Rag https://ift.tt/2vjLHju
Bengali News