নয়া দিল্লীঃ করোনা (Corona Virus) মোকাবিলায় বড়সড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। উনি আজ জাতীর উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় বলেন, করোনায় আক্রান্ত্রদের চিকিৎসার জন্য ১৫ হাজার কোটি টাকা অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার। ওই টাকায় আইসোলেশন ওয়ার্ড, কিট, ভেন্টিলেটরের সংখ্যা দ্রুত বাড়ানো হবে। শুরু হবে মেডিক্যাল ও প্যারামেডিক্যাল ট্রেনিংয়ের কাজ।
Rs 15,000 crore allotted for #Coronavirus testing facilities, PPEs, ICUs, Ventilators and training medical workers: PM Modi pic.twitter.com/VBDA0TG1F6
— ANI (@ANI) March 24, 2020
https://platform.twitter.com/widgets.js
এছাড়াও উনি মঙ্গলবার রাত ১২ টা থেকে গোটা দেশে আগামী ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করেন। উনি বলেন, দেশের জন্য, আপনার জন্য আপনার পরিবারের জন্য এই ২১ দিন ঘরে নিজেকে বন্দি রাখুন। উনি এও বলেন এই ২১ দিনে জরুরী পরিষেবা গুলো চালু থাকবে।
এবার প্রশ্ন হল এই ২১ দিন পর্যন্ত চলা এই লকডাউনে জনগণ তাঁদের জরুরী সামগ্রী কি করে পাবে। আপনাদের জানিয়ে দিই যে, জরুরী পরিষেবা চালু থাকবে। মানুষের প্রয়োজনীয় জিনিষের যোগান দেওয়া হবে। ২১ দিনের এই লকডাউন দীর্ঘ হলেও মানুষের জীবনের জন্য অত্যন্ত জরুরী। মানুষের কাছে জরুরী পরিষেবা পৌঁছে দেওয়া হবে। মানুষকে মেডিকেল সমেত সমস্ত রকম সুবিধা দেওয়া হবে। এই লকডাউন আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চলবে।
from India Rag https://ift.tt/2QElvHO
Bengali News