যে কোনো দেশ তার নিজের ভাষা, ঐতিহ্য, সংস্কৃতি ইত্যাদি প্রচারের জন্য প্রতি বছর প্রচুর টাকা খরচ করে। কারণ ঐতিহ্য, সংস্কৃতি কোনো একটা দেশের আসল পরিচয়। লক্ষ করে থাকবেন ভারতের বৰ্তমান সরকারও ভারতের ঐতিহ্য ও সংস্কৃতিগুলিকে বিশ্বের কাছে তুলে ধরার জন্য লাগাতার প্রয়াস করে এবং এর জন্য কোটি কোটি টাকা খরচও করে। একটা দেশের সংস্কৃতি, ঐতিহ্য অন্য দেশের লোকজনকে আকৃষ্ট করে। ফলস্বরূপ দেশে বিদেশী মুদ্রাভান্ডার বৃদ্ধি পায়। ভারত (India) দেশ তার বিচিত্র সংস্কৃতি, ঐতিহ্যের জন্য প্রাচীনকাল থেকেই শ্রেষ্ঠ। আর এখন আরো একবার ব্যাপক হারে বিশ্বে ভারতের সংস্কৃতির প্রচার হচ্ছে।
তবে কোনোরকম শক্তি, চেষ্টা ছাড়াই ভারতের সংস্কৃতি প্রচার হতে শুরু হয়েছে। বিশ্বের সমস্থ বড়ো বড়ো নেতারা অজান্তেই ভারতের সংস্কৃতির প্রচার করতে শুরু করেছেন। যে কাজ ভারতীয় প্রধানমন্ত্রী বা একজন ভারতীয়র করা উচিত তা বিশ্বের শক্তিশালী দেশের নেতৃত্বরা নিজের কাঁধে দায়িত্ব নিয়ে করছেন। আসলে বিশ্বের বড় বড় নেতারা এখন করোনা ভাইরাসের আতঙ্কে হ্যান্ডসেক বা গলাগলি করার পরিবর্তে নমস্কার করার জন্য লোকজনকে প্রেরণা দিচ্ছেন।
একজন সাধারণ ব্যাক্তির দৃষ্টি থেকে বিষয়টি অতি সাধারণ মনে হলেও, সামান্য দূরদর্শীভাবে চিন্তা করলেই ভারতীয় সংস্কৃতির ব্রান্ডিং চোখে পড়বে। যা আগামী সময়ে ভারতকে এক নতুন পরিচয় দেওয়ার কাজ করবে। জানিয়ে দি, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোক বা ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাক্রোন হোক সকলেই ভারতীয় নমস্কারকে প্রচার করতে মাঠে নেমে পড়েছেন।
President of France Emmanuel Macron has decided to greet all his counterparts with a #Namaste , a graceful gesture that he has retained from his India visit in 2018 pic.twitter.com/geAFW4q2yn
— DD News (@DDNewslive) March 11, 2020
https://platform.twitter.com/widgets.js
শুধু এই নয়, ইজরায়েল,জার্মানি সহ সমস্থ বড় বড় দেশগুলির নেতারা করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য হ্যান্ডসেকের পরিবর্তে নমস্কার করার জন্য আবেদন করছেন। শুধু এই নয়, এর আগে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য চীনের বহু জায়গায় সমস্থ মৃতদেহকে সনাতনী পদ্ধতিতে দাহ করার নিয়ম লাগু হয়েছিল। আর এখন নেতারা বলছেন একে উপরকে সম্বোধন করার জন্য হ্যান্ডসেক করার পরিবর্তে নমস্কার করুন, যা ভারতের জন্য একটা বড় উপলদ্ধি।
from India Rag https://ift.tt/38NFY3l
Bengali News