কে কত মহান, কার দক্ষতা কতটা তার প্রমান সবথেকে বেশি পাওয়া যায় কঠিন সময়ে। বর্তমানে বিশ্বের সামনে কঠিন পরিস্থিতি উৎপন্ন হয়েছে। চীন থেকে শুরু করে ইতালি অন্যদিকে ইউরোপ থেকে শুরু করে সৌদি আরব সর্বত্র করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। এই কঠিন পরিস্থিতিতে ভারত (India) যেভাবে একতা দেখাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। প্রথমে ১৩০ কোটি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা মতো জনতা কারফিউতে অংশ নেওয়া। তৎপর বিকেল ৫ টার পর জনগণ যেভাবে হাততালি বাজিয়ে, শঙ্খ বাজিয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সক্রিয়তা দেখিয়েছে।
মাত্র কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী মোদীর ভাষণ নিয়ে বামপন্থীরা ট্রোল শুরু করেছিল। কিন্তু এখন সমস্থ ভারতীয় বিকেল ৫ টার পর যেটা করেছে তাতে লিবারেল গ্যাং, বামপন্থী ও কট্টরপন্থীদের অবস্থা নাজেহাল হয়ে পড়েছে। আজ দেশের জনতা বিকেল ৫ টার পর থালা বাজিয়ে, শঙ্খনাথ করে করোনা ফাইটার্সদের উৎসাহ বৃদ্ধি করেছে।
Expressed our Respect & Gratitude #5baje5minute with friend @KushalAdv & Shankh to all Healthcare workers and everyone who're serving the MotherLand.
Thank you PM @narendramodi ji for showing us the way.
कोरोना हारेगा, देश जीतेगा।#JantakaCurfew pic.twitter.com/oY6zOu0ZGl— Prashant Patel Umrao (@ippatel) March 22, 2020
https://platform.twitter.com/widgets.js
প্রসঙ্গত জানিয়ে দি, পরিবেশকে জীবাণু মুক্ত করতে শঙ্খ বাজানো, কাঁসার থালা বাজানো অনেক পুরানো সনাতনী পদ্ধতি। তবে আজ যেটা করা হয়েছে সেটা মূলত ডাক্তার সহ করোনার বিরুদ্ধে লড়াই করা যোদ্ধাদের সন্মান জানাতে।
Even the divyangs clapped along with blowing Shank
And thanked the medical staffs serving us!
This video is for those people who mock the movement,
Even though every part of their body is working properly pic.twitter.com/VJ6BYq9XmY
— Mahesh Vikram Hegde (@mvmeet) March 22, 2020
https://platform.twitter.com/widgets.js
প্রসঙ্গত, করোনা ভাইরাসের দরুন পুরো বিশ্বে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চীন থেকে উৎপন্ন হয়ে এই ভাইরাস ইউরোপ, এশিয়ায় আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। জানিয়ে দি, করোনা ভাইরাস যাতে ভারতে তৃতীয় স্টেজে পৌঁছাতে না পারে তার জন্য মোদী সরকার ওয়ার মুডে কাজ করছে। একইসাথে দেশের সমস্থ রাজ্য সরকারগুলিও সমস্থ শক্তি ঝুঁকে দিয়ে ভাইরাসকে আটকানোর চেস্টা চালাচ্ছে।
from India Rag https://ift.tt/2J6xtpx
Bengali News