নয়া দিল্লীঃ দিল্লীর পাটিয়ালা হাউস কোর্ট বৃহস্পতিবার নির্ভয়ার (Nirbhaya) দোষীদের বিরুদ্ধে নতুন ডেথ ওয়ারেন্ট (Death Warrant) জারি করেছে। নতুন ওয়ারেন্টে দোষীদের ২০ মার্চ সকাল ৫ঃ৩০ এ ফাঁসি দেওয়া হবে জানানো হয়েছে। এর আগে বুধবার নির্ভয়া কাণ্ডের দোষী পবন গুপ্তার প্রাণ ভিক্ষার আবেদন খারি করে দিয়েছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এর সাথে সাথেই নির্ভয়ার দোষীদের সামনে সমস্ত আইনি রাস্তা বন্ধ হয়ে গেছিল।
চতুর্থ ডেথ ওয়ারেন্ট জারি হওয়ার পর নির্ভয়ার মা বলেন, এবার আমার মেয়ের সাথে নৃশংসতা করা চার দোষীদের সমস্ত আইনি রাস্তা বন্ধ হয়ে গেছে। আমার আশা এবার হয়ত নির্ধারিত দিনে নির্ভয়ার দোষীদের ফাঁসি হবে।
প্রাণ ভিক্ষার আবেদন খারিজ হওয়ার পর দিল্লী সরকার চার দোষীদের বিরুদ্ধে নতুন ডেথ ওয়ারেন্ট জারি করানোর জন্য আদালতে আবেদন জানিয়েছিল। পাটিয়ালা হাউস কোর্টের বিচারক ধর্মেন্দ্র রানা এর কাছে দিল্লী সরকার এই আবেদন দাখিল করেছিল।
আবেদনে দিল্লী সরকার বলেছিল, চার দোষীর সামনে আর কোন আইনি রাস্তা নেই। এই আবেদনে শুনানি সময় বিচারক চার দোষীদের নোটিশ জারি করে বুধবারের মধ্যে জবাব চেয়েছে।
from India Rag https://ift.tt/38lBuRf
Bengali News